নোয়াখালীতে ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় প্রস্তুত ৪৬৩ আশ্রয়কেন্দ্র

প্রকাশ | ১২ মে ২০২৩, ১০:৩০

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় থাকা গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘মোখা’য় পরিণত হয়েছে। এর ক্ষয়ক্ষতি মোকাবিলা ও দুর্যোগ পরবর্তী করণীয় ঠিক করতে নোয়াখালী জেলা প্রশাসনসহ সরকারি-বেসরকারি উদ্যোগে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। 

এর অংশ হিসেবে জেলায় মোট ৪৬৩টি আশ্রয়কেন্দ্র, ৩টি মুজিব কিল্লা, প্রায় ৭ হাজার স্বেচ্ছাসেবী, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ১১১ টি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। এছাড়া রেডক্রিসেন্ট ও সিপিবির ৫ শতাধিক স্বেচ্ছাসেবী মাঠে থাকবেন।

বৃহস্পতিবার বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের সভাপতিত্বে ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন, সিভিল সার্জন ডাঃ মাসুম ইফতেখার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. জাহিদ হাসান খান, জেলা শিক্ষা কর্মকর্তা নুর উদ্দিন মো. জাহাঙ্গীর প্রমুখ। 

এছাড়া যুব রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবীসহ নোয়াখালীর সকল সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সভায় জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. জাহিদ হাসান খান জানান, দুর্যোগকালীন সহায়তার জন্য জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ফান্ডে ৯ লাখ ৯৫ হাজার টাকা, ৩৮২ মেট্রিক টন চাল ২৪৩ বান্ডিল ঢেউটিন মজুদ রয়েছে।

আরও পড়ুন: ঘূর্ণিঝড় মোখা: পটুয়াখালীতে প্রস্তুত ৭০৩ সাইক্লোন শেল্টার, ৪০ মুজিব কিল্লা 

জেলা প্রশাসক বলেন, ঘূর্ণিঝড়ে সংক্রান্ত তথ্যের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। সব সরকারি কর্মকর্তা ও কর্মচারিদের জরুরি সহায়তার জন্য প্রস্তুত রয়েছেন।

প্রসঙ্গত, রবিবার দুপুরে বাংলাদেশের কক্সবাজার ও মিয়ানমারের কায়াকপুরে আঘাত হানতে পারে প্রবল ঘূর্ণিঝড় মোকা। এ সময় গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৫০ থেকে ১৬০ কিলোমিটার।

(ঢাকাটাইমস/১২মে/এসএম)