ঘূর্ণিঝড় মোখা: চাঁদপুরসহ তিন জেলায় গ্যাস সরবরাহ বন্ধ
প্রকাশ | ১৪ মে ২০২৩, ১০:০৪
ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবের আশঙ্কা থেকে চাঁদপুর, কুমিল্লা ও ফেনীতে গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন।
শনিবার সকাল ১১টা থেকে গ্যাস সরবরাহ পরিপূর্ণভাবে বন্ধ রেখেছে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শঙ্কর মজুমদার এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেন।
আরও পড়ুন: বাড়ছে বিষখালী ও পায়রা নদীর পানি, তীব্র ভাঙন
তিনি বলেন, ঘূর্ণিঝড় মোখা’র পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চাঁদপুর, কুমিল্লা ও ফেনী জেলায় সকল ধরনের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পরিস্থিতির উপর নির্ভর করে বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সেই পর্যন্ত গ্রাহকদের সতর্ক ও নিরাপদে থাকার অনুরোধ করে জানান এ কর্মকর্তা।
(ঢাকাটাইমস/১৪মে/এসএম)