প্রধানমন্ত্রীকে হুমকি: বিএনপি নেতা চাঁদকে গ্রেপ্তারের তথ্য হাইকোর্টকে জানালো রাষ্ট্রপক্ষ

প্রকাশ | ২৫ মে ২০২৩, ১৪:৫০ | আপডেট: ২৫ মে ২০২৩, ১৫:১৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

প্রধানমন্ত্রীকে ‘কবরস্থানে পাঠানোর’ হুমকি দেওয়া রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তারের বিষয়টি হাইকোর্টকে অবহিত করেছে রাষ্ট্রপক্ষ।

বৃহস্পতিবার (২৫ মে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহমদ ভূঁইয়া বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকার্ট বেঞ্চকে বিষয়টি অবহিত করেন। এসময় আদালত বলেন, ‘আইন তার নিজস্ব গতিতে চলবে।’

আরও পড়ুন>> মার্কিন ভিসা নীতির কারণে অগণতান্ত্রিক শক্তিগুলো সহিংসতা থেকে দূরে থাকবে: পররাষ্ট্র মন্ত্রণালয়

এর আগে গত ২২ মে (সোমবার) প্রধানমন্ত্রীকে হুমকির বিষয়টি নজরে আনে রাষ্ট্রপক্ষ। পরে হাইকোর্ট চাঁদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চান। ওইদিনই রাষ্ট্রপক্ষ চাঁদের নামে পুঠিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়নি বলে আদালতকে জানায়।  

উল্লেখ্য, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজশাহী নগরীর কোর্ট ভেড়িপাড়া এলাকা থেকে আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। 

(ঢাকাটাইমস/২৫মে/এফএ)