ইতালিতে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় বাংলদেশি যুবক নিহত

প্রকাশ | ২৬ মে ২০২৩, ১২:০৪ | আপডেট: ২৬ মে ২০২৩, ১২:২২

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস

ইতালির মিলানে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় আব্দুল রুমান (২৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি একটি ভারী মেশিনের নিচে চাপা পড়ে আহত হয়ে নিগুরাদা হাসপাতালে মারা যান। রুমান মাথায় ও বুকে আঘাত পেয়েছেন এবং পা ও বাহুতে মারাত্মক আঘাত পেয়েছেন। 

রুমান ক্রোকোলাক্সে চামড়ার পণ্য উৎপাদনকারী একটি কোম্পানিতে তার প্রথম দিনে কাজ করছিলেন।  

এ ঘটনায় স্থানীয় পুলিশ হত্যা মামলার নির্দেশ দিয়েছেন। যন্ত্রপাতি জব্দ করার পাশাপাশি ওই যুবকের সঙ্গে নিয়মিত চুক্তি ছিল কিনা, তাও তদন্তে করছে স্থানীয় পুলিশ।

আরও পড়ুন>>বাড্ডার রেনু হত্যাকাণ্ড: সাক্ষীরা আসছে না, কবে শেষ হবে বিচার?

নিহত রুমানের বাড়ি মুন্সিগঞ্জে। মৃত আব্দুর রশিদ হাওলাদারের বড় ছেলে রোমান মিলানে মা ও ছোট ভাইকে নিয়ে বসবাস করতেন।

রোমানের অকাল মৃত্যুতে মিলান প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

(ঢাকাটাইমস/২৬মে/এফএ)