রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫২
প্রকাশ | ২৬ মে ২০২৩, ১২:৩৭ | আপডেট: ২৭ মে ২০২৩, ১২:৪৯

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন>> বাড্ডার রেনু হত্যাকাণ্ড: সাক্ষীরা আসছে না, কবে শেষ হবে বিচার?
আর েপড়ুন>> উখিয়ায় ১৬ সোনার বারসহ যুবক আটক
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১ হাজার ৩৪৩ ইয়াবা, ৩০ গ্রাম হেরোইন, ৬৫ কেজি ১৭০ গ্রাম গাঁজা ও ২০টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়। তাদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
(ঢাকাটাইমস/২৬মে/এমএইচ/এফএ)