খুলনা সিটি নির্বাচন: প্রতীক পেলেন চার মেয়র প্রার্থী

প্রকাশ | ২৬ মে ২০২৩, ১৬:২৭

খুলনা ব্যুরো, ঢাকাটাইমস

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে প্রতীক পেয়েছেন চার মেয়র প্রার্থী। 

শুক্রবার সকাল সাড়ে ৯টায় রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক নৌকা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল আউয়াল হাতপাখা, জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু লাঙল ও জাকের পার্টির এস এম সাব্বির হোসেনকে গোলাপ ফুল প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

এরপর বেলা ১১টা থেকে শুরু হয় সাধারণ ৩১টি ওয়ার্ডের ১৩৬ জন ও সংরক্ষিত ১০টি ওয়ার্ডের ৩৯ জন প্রার্থীর প্রতীক বরাদ্দ দেওয়ার কাজ।

রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এবার প্রচারের ক্ষেত্রে প্রার্থীরা আচরণবিধি মেনে চলছেন কিনা তা মনিটরিং করতে শুক্রবার থেকে মাঠে কাজ করবেন ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

মনোনয়নপত্র প্রত্যাহার করলেন ১২ কাউন্সিলর প্রার্থী: 

নির্বাচনে ১২ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন বৃহস্পতিবার (২৫ মে) তারা রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদনের মাধ্যমে নিজেদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

মনোনয়নপত্র প্রত্যাহারকারীরা হলেন- ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শেখ আবদুল হাই, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. হারুন-অর-রশিদ, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শেখ লুৎফর রহমান, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শেখ তারেক, ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ইমাম উদ্দিন আহম্মেদ, ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুর রশিদ শেখ, ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সমীর কুমার দত্ত, ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তাহেরা খাতুন, ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আক্তারুজ্জামান ও মুক্তা বেগম, ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোছা. নাজমুন্নাহার ও ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হোসনে আরা।  

আরও পড়ুন: পরাজয় মেনে নিয়ে আজমত উল্লা বললেন ‘নির্বাচন সুষ্ঠু হয়েছে’

প্রসঙ্গত, আগামী ১২ জুন খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

(ঢাকাটাইমস/২৫মে/এসএম)