পরাজয় মেনে নিয়ে আজমত উল্লা বললেন ‘নির্বাচন সুষ্ঠু হয়েছে’

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ মে ২০২৩, ১৫:৩২| আপডেট : ২০ জুন ২০২৩, ২০:৫৩
অ- অ+

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে পরাজয় মেনে নিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খান। বলেন, আমি পরাজয় মেনে নিয়েছি। কেউ সহযোগিতা চাইলে তা বিবেচনা করা হবে।

নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে মন্তব্য করে পরাজিত নৌকা প্রতীকের প্রার্থী বলেন, আমি পরাজয় মেনে নিয়েছি। নির্বাচন সুষ্ঠু হয়েছে। আমি ভোটের রায় মেনে নিয়েছি।

শুক্রবার সকালে টঙ্গীতে নিজ বাসায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

পরাজয়ের কারণ পর্যালোচনা করবেন জানিয়ে আজমত উল্লা বলেন, ইভিএমে কিছু ত্রুটি ছিল। অনেকেই ভোট দিতে পারেননি। পরাজয়ের পেছনে কি কি কারণ ছিল তা পর্যালোচনা করা হবে।

আরও পড়ুন: শ্রীপুরে নবজাতককে বিক্রি করে হাসপাতালের বিল পরিশোধ

উল্লেখ্য, স্বতন্ত্র মেয়র প্রার্থী সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন টেবিল ঘড়ি প্রতীকে ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকট প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আজমত উল্লা খান নৌকা প্রতীকে পেয়েছেন ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট।

(ঢাকাটাইমস/২৫মে/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী
পাংশায় আত্মহত্যার প্ররোচনা মামলার এজাহারনামীয় আসামি গ্রেপ্তার
শেখ হাসিনা পালানোর আগে স্বজনদেরকে খুদে বার্তা পাঠিয়েছিল: আলাল
মাহমুদুর রহমানের মায়ের ইন্তেকালে সম্মিলিত পেশাজীবী পরিষদের শোক প্রকাশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা