মানিকগঞ্জে হেরোইনসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
প্রকাশ | ২৭ মে ২০২৩, ১১:৪১
মানিকগঞ্জের সিংগাইরে পৃথক অভিযানে ৮০ গ্রাম হেরোইনসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাতে সিংগাইরের উত্তর চারিগ্রাম ও ঋষিপাড়ায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
শনিবার বেলা ১১টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল কালাম।
গ্রেপ্তারকৃতরা হলেন- সিংগাইর উপজেলার উত্তর চারিগ্রাম এলাকার শামীম দেওয়ান, একই উপজেলার বিনোদপুর গ্রামের ইকবাল হোসেন ও মো. আলম।
পুলিশ পরিদর্শক আবুল কালাম জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে সিংগাইর উপজেলার উত্তর চারিগ্রাম থেকে ২০ গ্রাম হেরোইনসহ শামীম, ঋষিপাড়া থেকে ৪০ গ্রাম হেরোইনসহ ইকবাল ও আরো ২০ গ্রাম হেরোইনসহ আলমকে গ্রেপ্তার করা হয়। তারা দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিলো। তাদের বিরুদ্ধে আদালতে একাধিক মাদক মামলা চলমান রয়েছে।’
আরও পড়ুন: নবজাতক বিক্রি: শ্রীপুরে সেই হাসপাতালের সকল কার্যক্রম বন্ধের নির্দেশ
উদ্ধার মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা। এ ঘটনায় সিংগাইর থানায় মাদক আইনে পৃথক দুইটি মামলা করা হয়েছে বলে জানান তিনি।
(ঢাকাটাইমস/২৭মে/এসএম)