শেরপুরে ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার
প্রকাশ | ৩০ মে ২০২৩, ০৯:১৬ | আপডেট: ৩০ মে ২০২৩, ১২:২০

শেরপুরের নকলায় ৫১ বোতল ফেনসিডিলসহ দেলোয়ার হোসেন (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
সোমবার বিকালে উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের গৌড়দ্বার বাজারের ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত দেলোয়ার নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের কালাকুমা গ্রামের প্রয়াত রুস্তম আলীর ছেলে।
আরও পড়ুন: চাঁদপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
জেলা গোয়েন্দা শাখার ওসি মুশফিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গৌরদ্বার এলাকায় অভিযান চালিয়ে দেলোয়ার হোসেন নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৫১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
(ঢাকাটাইমস/৩০/এসএম)