শ্রীপুরে যুবকের লাশ উদ্ধার

প্রকাশ | ৩১ মে ২০২৩, ০৯:১০

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা গ্রামে নিজ ঘর থেকে মো. রিয়াজ (২৭) নামের এক যুবকের লাশ উদ্ধার হয়েছে। 

মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে লাশ উদ্ধার করে পুলিশ।

মো. রিয়াজ কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার করম আলীর ছেলে। তিনি মাওনা গ্ৰামের মো. মোফাজ্জল হোসেনের বাড়িতে একটি কক্ষ ভাড়া নিয়ে সেখানে থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে কাজ করতেন। ওই কক্ষে তার বড় ভাইও থাকেন।

ওই বাড়ির বাসিন্দা মো. তোফাজ্জল হোসেন বলেন, মাগরিবের নামাজের পর বুয়া ওই কক্ষের রান্না করার জন্য আসেন। কিন্তু ভেতর থেকে দরোজা বন্ধ পান। পরে বারবার ডাকলেও ভেতর থেকে কোনো সারা শব্দ পাননি তিনি।

বিষয়টি তিনি আশপাশের লোকজনকে জানান। পরে জানালা ফাঁক করে ভেতরে রিয়াজকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এর পর বিষয়টি বাড়ির মালিককে জানালে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে। 

আরও পড়ুন: ফেনীতে যুবলীগ নেতাসহ সাতজনের বিরুদ্ধে ধর্ষণ মামলা, প্রধান আসামি রিমান্ডে

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তাজমুল করিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ও ঊর্ধতন কর্মকর্তাদের সিদ্ধান্তে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।

(ঢাকাটাইমস/৩১মে/এসএম)