ফেনীতে যুবলীগ নেতাসহ সাতজনের বিরুদ্ধে ধর্ষণ মামলা, প্রধান আসামি রিমান্ডে

ফেনীতে যুবলীগ নেতাসহ সাতজনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন এক গৃহবধূ। মামলার প্রধান আসামি গৃহবধূর দেবর জয়নাল আবদীন রুবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালত তাকে দুদিনের রিমান্ডে পাঠিয়েছে।
গত সোমবার জয়নাল আবদীন রুবেলের দুদিনের রিমান্ড মঞ্জুর করেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামরুল হাসান।
মামলা সূত্রে জানা যায়, আসামি জয়নাল আবদীন রুবেলের কাছে ৫০ হাজার টাকা পান ভুক্তভোগী গৃহবধূর স্বামী। টাকা চাইলে সময় ক্ষেপণ করতে থাকেন রুবেল। এক পর্যায়ে ২৫ মে বিকালে পাওনা টাকা নিতে গৃহবধূকে বোর্ড অফিসের সামনে ডেকে নেন তিনি। সেখান থেকে অটোরিকশায় পূর্ব ধলিয়া এলাকার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর আলম বাদশার বাড়ির সামনে একটি টিনশেড ঘরে নিয়ে যান।
সেখানে আগে থেকে অবস্থান করা ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হাফেজ আহম্মদের ছেলে হানিফ রাজু, ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জসিম বাবুল ও সোহেল এবং রুবেল তাকে দলবেঁধে ধর্ষণ ও ভিডিও ধারণ করে।
এছাড়া এ ঘটনার বিষয়ে থানা পুলিশে না যেতে ১০০ টাকা মূল্যের তিনটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেয়। পরে ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে দুই লাখ টাকা দাবি করে রুবেল। পরে নিপীড়নের শিকার গৃহবধূ বাদী হয়ে রবিবার (২৮ মে) ফেনী মডেল থানায় মামলা করেন।
আরও পড়ুন: সালথায় সড়ক দুর্ঘটনায় আহত জান্নাতিকে বাঁচানো গেল না
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, আসামির দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ফেনী মডেল থানা হেফাজতে রাখা হয়েছে।
(ঢাকাটাইমস/৩১মে/এসএম)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

নির্ধারিত সময়েই নির্বাচন হবে, নিষেধাজ্ঞা দিয়ে কোনো ফল হবে না: হানিফ

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট আনসার হতে হবে: এনামুল হক শামীম

রাঙ্গাবালীতে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

রাজবাড়ীতে শিশু হত্যা মামলায় ৩ জনের ফাঁসির আদেশ

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়নদের হরিণাকুণ্ডু পৌরমেয়রের সংর্বধনা

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

সদরপুরে পদ্মার ভাঙনে দিশেহারা নদীপাড়ের মানুষ, স্থায়ীভাবে ভাঙন রোধের দাবি

জনবল ও সরঞ্জাম সংকটে সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

রাজশাহীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
