যশোরে দেড় কোটি টাকার স্বর্ণের বার জব্দ

প্রকাশ | ০১ জুন ২০২৩, ১০:৩১ | আপডেট: ০১ জুন ২০২৩, ১২:০০

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

যশোরের শার্শা উপজেলার পাঁচভুলাট সীমান্ত থেকে এক কেজি ৬৩১ গ্রাম ওজনের স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত স্বর্ণের মূল্য দেড় কোটি টাকারও বেশি।

বৃহস্পতিবার সকালে বিজিবির খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানভীর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাতে শার্শা সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচার হতে পারে- এমন তথ্যের ভিত্তিতে বিজিবির খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) একটি বিশেষ টহলদল শার্শার সীমান্তবর্তী পাঁচভুলাট গ্রামের সাহেবের আমবাগানে অবস্থান নেয়। কিছুক্ষণ পর বিজিবি টহলদল একজন ব্যক্তিকে সীমান্তের দিকে আসতে দেখে টহলদল। কাছে এলে তাকে থামতে বললে ওই ব্যক্তি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

আরও পড়ুন>>রাজধানীতে শিশু অপহরণ-ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বিজিবি টহলদল তাকে ধাওয়া করলে তার সঙ্গে থাকা মোড়ানো একটি গামছা শূন্য লাইন থেকে ২০ গজ ওপরে ইছামতি নদীর তীরে ফেলে নদী সাঁতরে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহলদল গামছাটি তল্লাশি করে এক কেজি ৬৩১ গ্রাম ওজনের ১৪ পিস স্বর্ণের বার জব্দ করে। 

স্বর্ণের বারগুলো গামছার ভিতরে স্কচটেপ দ্বারা পেঁচানো অবস্থায় ছিল। উদ্ধারকৃত স্বর্ণের দাম এক কোটি ৪০ লাখ টাকা।

(ঢাকাটাইমস/০১ জুন/এএ/এফএ)