রাজধানীতে শিশু অপহরণ-ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০১ জুন ২০২৩, ১১:০১ | প্রকাশিত : ০১ জুন ২০২৩, ০৯:৩৯

রাজধানীর খিলগাঁও এলাকা থেকে ১১ বছরের শিশু অপহরণ ও ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার রাতে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-২। বৃহস্পতিবার সকালে র‌্যাব-২ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. ফজলুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃত আসামির নাম মো. তরিকুল ইসলাম। তিনি নেত্রকোনা সদর থানার বারহাট্টা গ্রামের শামছু মিয়ার ছেলে।

আরও পড়ুন>> মহাখালীতে চার সাইবার প্রতারক গ্রেপ্তার

র‌্যাব জানায়, ২০২১ সালের ৩০ জুন ১১ বছরের একটি মেয়ে শিশু তার বাসার সামনে খেলা করার সময় তরিকুল ইসলাম তাকে অপহরণ করে নিয়ে যায়। শিশুটির পরিবার তাকে অনেক খোঁজাখুঁজি করেও পায়নি। পরে তারা জানতে পারেন, তরিকুল ইসলাম তাদের মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে।

এ ঘটনায় ওই বছরের ১ জুলাই মেয়েটির পরিবার বাদী হয়ে তরিকুল ইসলাম ও তার সহযোগীদের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় অপহরণ মামলা করে।

পরে গাজীপুর এলাকা থেকে শিশুটিকে উদ্ধার এবং তরিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তরিকুল ১৬ মাস হাজতবাসের পর জামিনে মুক্ত হন। কিন্তু নিয়মিত আদালতে হাজিরা দেননি তিনি।

মামলার তদন্ত কর্মকর্তা তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সং/২০০৩) এর ৯(১)/৭ ধারায় অভিযোগপত্র দাখিল করেন। বিচারিক কার্যক্রম শেষে আদালত তরিকুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেন। রায়ের সময় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

বুধবার রাতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল খিলগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে তরিকুল ইসলামকে গ্রেপ্তার করে।

(ঢাকাটাইমস/০১জুন/এএ/এফএ)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

এফডিসিতে সাংবাদিকদের উপর হামলা: ১১ সদস্যের তদন্ত কমিটি

স্ত্রীসহ নিজেকে নির্দোষ দাবি করে ডিবিতে যা বলেছেন কারিগরি বোর্ডের চেয়ারম্যান

শেরপুরের ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

খেলনার প্যাকেটে আমেরিকা থেকে এসেছে কোটি টাকার গাঁজার চকলেট-কেক

সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে দুদক

উপবৃত্তির টাকা দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ৮

সনদ জালিয়াতি: কারিগরি বোর্ডের ওএসডি চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ডিবি

বুথ ভেঙে নিরাপত্তাকর্মীকে হত্যা, বেরিয়ে এল রহস্য

জাল সার্টিফিকেট: প্রয়োজনে কারিগরি বোর্ডের চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করবে ডিবি

সনদ বাণিজ্য: কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের স্ত্রী গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :