মহাখালীতে চার সাইবার প্রতারক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ৩১ মে ২০২৩, ২৩:৫০

রাজধানী মহাখালী এলাকা থেকে বিপুল পরিমান অর্থ আত্মসাৎকারী সংঘবদ্ধ সাইবার প্রতারক চক্রের মূলহোতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। গ্রেপ্তারকৃতরা হলেন-আরিফ আবেদীন ওরফে জিসান, অনিক হোসেন, শাওন আহম্মেদ ও মো. নাসিম খান। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি ল্যাপটপ ও পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। বুধবার বিকালে র‌্যাব-১০ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, মঙ্গলবার র‌্যাব-১০ এর একটি দল রাজধানীর বনানী থানার মহাখালী এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে আরিফ আবেদীন ওরফে জিসান, অনিক হোসেন, শাওন আহম্মেদ ও মো. নাসিম খান নামে চারজনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে বিপুল পরিমান অর্থ আত্মসাৎকারী সংঘবদ্ধ সাইবার প্রতারক চক্রের মূল হোতাও রয়েছে। তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুইটি ল্যাপটপ ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তার আসামিদের বরাত দিয়ে র‌্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা প্রতারণার ঘটনার সঙ্গে তাদের জড়িত থাকার কথা স্বীকার করেছে। ডলার সংকটের কথা বলে, বিদেশ থেকে ব্যবসায়ীদের পণ্য কেনার জন্য বিদেশি কোম্পানিগুলোর ব্যাংক অ্যাকাউন্টে এলসি-টিটির টাকা পাঠানোর নামে ভুয়া ব্যাংক স্লিপ প্রদর্শনের মাধ্যমে ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণা করে আসছিল তারা।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল পরিশোধের নামে প্রতারণা করে ভুয়া বিল তৈরি করে আসছিল। এছাড়াও তারা পরস্পর যোগসাজসে অবৈধ বিটকয়েনের ব্যবসা করে আসছিল বলেও অভিযোগ রয়েছে। গ্রেপ্তারকৃতদের বনানী থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/৩১মে/এএ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

রাজশাহীতে বাবাকে হত্যার এক বছরের মাথায় স্ত্রীকে হত্যা, ফের গ্রেপ্তার সেই মুরাদ

বমি করে অভিনব কায়দায় ছিনতাই, গ্রেপ্তার ৩

বার ভাঙচুর-মদ লুট: তিতুমীর কলেজ ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার

অন্যের স্বত্ব নিয়ে দুর্নীতি: কপিরাইট অফিসের দুই কর্মচারী এখন অঢেল বিত্ত ভৈববের মালিক

পুলিশ সার্জেন্টকে মারধরের অভিযোগে কারাগারে জনতা ব্যাংকের ডিএমডির স্ত্রী-মেয়ে

উত্তরায় ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫০

আরসার গান কমান্ডার মুছা গ্রেপ্তার, বিপুল বিস্ফোরক-গোলাবারুদ উদ্ধার

মোহাম্মদপুরের সন্ত্রাসী ‘রক্তচোষা জনি’ গ্রেপ্তার, বিদেশি অস্ত্র উদ্ধার

উত্তরায় মানি এক্সচেঞ্জে অভিযান, ৪০টি দেশের মুদ্রাসহ গ্রেপ্তার ৫

এই বিভাগের সব খবর

শিরোনাম :