১১ অঞ্চলে ঝড়ো হাওয়া বইতে পারে, নদীবন্দরে সতর্ক সংকেত
প্রকাশ | ০৮ জুন ২০২৩, ১১:০৩ | আপডেট: ০৮ জুন ২০২৩, ১৪:০৩

ঢাকাসহ দেশের ১১ অঞ্চলে ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ সতর্কতা দেওয়া হয়।
পূর্বাভাসে বলা হয়েছে- যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এর আগে এক পূর্বাভাসে দুপুর ১টা পর্যন্ত সাত জেলায় এই সতর্কতা দেওয়া হয়েছিল।
আরও পড়ুন>>পরিস্থিতি সামলাতে আদানি থেকে আরও বিদ্যুৎ কেনার চিন্তা
আরও পড়ুন>>সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
গতকাল বুধবার এক পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
গতকাল অপর এক সতর্কবার্তায় দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে আজ রাজধানীর বেশ কিছু এলাকায় স্বস্তির বৃষ্টি ঝরেছে। বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীতে রোদের তেজ নেই। মেঘে আচ্ছন্ন রয়েছে আকাশ। সকাল সাড়ে ৯টার দিকে বেশ কিছু এলাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টির খবর পাওয়া গেছে।
(ঢাকাটাইমস/০৮জুন/এফএ)