হজ পালনে সৌদি আরব পৌঁছেছেন ৬৪ হাজার ২৭৭ জন, আরও এক হজযাত্রীর মৃত্যু

প্রকাশ | ০৯ জুন ২০২৩, ০৯:৪৮ | আপডেট: ০৯ জুন ২০২৩, ১০:০৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
ফাইল ফটো

পবিত্র হজ পালনের জন্য এ পর্যন্ত ৬৪ হাজার ২৭৭ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন বলে হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিনে জানানো হয়েছে। বুলেটিনে আরও একজন হজযাত্রীর মৃত্যুর খবরও দেওয়া হয়েছে। 

গতকাল বৃস্পতিবার ৭১ বছর বয়সী ওই হজযাত্রী মারা গেছেন। মৃত হজযাত্রীর নাম মো. আদম উদ্দিন। তার পাসপোর্ট নম্বর ইই০৭২৪৯০০।

এ নিয়ে সৌদি আরবে মোট আটজন হজযাত্রী মারা গেলেন। তদের মধ্যে পুরুষ ছয়জন ও নারী দুইজন। তাদের সবাই মক্কায় মারা গেছেন।

আরও পড়ুন>>বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নেবে ইতালি

বুধবার রাত ২টা ৫৯ মিনিটে হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিনে আরও জানানো হয়েছে, পবিত্র হজ পালনের জন্য এ পর্যন্ত ৬৪ হাজার ২৭৭
জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৫৪ হাজার ৯২৭ জন। সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৯ হাজার ৩৫০ জন।

বুলেটিনে আরও জানানো হয়, গতকাল পর্যন্ত ভিসা পেয়েছেন একলাখ ৬ হাজার ৭৯ জন।

উল্লেখ্য, গত ২১ মে হজ ফ্লাইট শুরু হয়। সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ২২ জুন।

হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে ২ জুলাই এবং শেষ ফিরতি ফ্লাইট ২ আগস্ট।

চাঁদ দেখা সাপেক্ষে ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

(ঢাকাটাইমস/০৯জুন/এফএ)