পঞ্চগড়ে বৃষ্টির জন্য মুসুল্লিদের প্রার্থনা

প্রকাশ | ০৯ জুন ২০২৩, ১২:১১

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকাটাইমস

পঞ্চগড়ে তীব্র তাপদাহ এবং দুই সপ্তাহ ধরে টানা খড়ার কারণে দুর্ভোগে জনজীবন। খড়া থেকে রক্ষায় বৃষ্টির জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করছেন মুসুল্লিরা। 

শুক্রবার সকালে জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক পৌর মেয়র তৌহিদুল ইসলাম এই নামাজ ও প্রার্থনার আয়োজন করেন।

বৃষ্টির ইসতেসফার নামাজে অংশ নিতে সকলকে আহব্বান জানিয়ে বৃহষ্পতিবার রাতে জেলা শহরের প্রচারনা চালানো হয়। কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আ ন ম আব্দুল করিম নামাজের ঈমামতি ও মোনাজাত পরিচালনা করেন। এতে পৌর এলাকার বিভিন্ন মসজিদের মুসুল্লিসহ তিন শতাধিক স্থানীয় মুসুল্লি অংশ নেন।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক বজ্রপাতে দুজনের মৃত্যু

পবিত্র কোরআন এবং হাদিস শরীফের উদ্ধৃতি দিয়ে কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আ ন ম আব্দুল করিম বলেন,  তীব্র খড়ার কারণে বৃষ্টির জন্য আমাদের মহা নবী হযরত মুহাম্মদ (সা.) ইসতেসফার নামাজ আদায় করেছিলেন। সেই নামাজের প্রার্থনার কবুল হয়ে অঝোর ধারায় বৃষ্টি নেমেছিল। চলমান খড়ার কবল থেকে রক্ষার জন্য আমরাও নামাজ ও প্রার্থনার আয়োজন করি।

(ঢাকাটাইমস/০৯জুন/এসএম)