ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক বজ্রপাতে দুজনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
 | প্রকাশিত : ০৯ জুন ২০২৩, ১১:৪৯

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থানে বজ্রপাতের ঘটনায় দুই জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর ও আশুগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মৃত জালু মিয়ার ছেলে কৃষক শাহজাহান মিয়া (৫০) ও জেলার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের নাসির মিয়ার ছেলে হৃদয় মিয়া (২২)।

সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন সূত্র জানায়, বিকেলে সদর উপজেলার কাছাইট গ্রামে প্রবল বৃষ্টির সময় মাঠে গরু আনার সময় কৃষক শাহজাহান বজ্রপাতে মারা যান। একই সময়ে বজ্রপাতে খেওয়াই গ্রামে কৃষক মনা ভূইয়ার ৩টি গরু ও মোজালক মিয়ার ১টি গরু মারা যান।

এছাড়াও আশুগঞ্জে হৃদয় ও উজ্জল নামের দুই যুবক সার কারখানার আবাসিক কলোনীর পিছনের জমিতে মহিষকে ঘাস খাওয়াতে যায়। বিকেলে বৃষ্টি শুরু হলে তারা দ্রুত একটি গাছের নিচে আশ্রয় নিতে গেলে বজ্রপাতে গুরুত্বর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন এবং উজ্জ্বলকে ভর্তি করে চিকিৎসা দেয়।

আরও পড়ুন: হাতিয়ায় মালবাহী ট্রলারডুবি, ৮ মাঝিমাল্লা জীবিত উদ্ধার

এদিকে নিহত দুজনের পরিবারকে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/০৯জুন/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :