শিবচরের চমক ২০ মণের ‘সাহেবজাদা’
প্রকাশ | ১০ জুন ২০২৩, ১৫:৫২ | আপডেট: ১০ জুন ২০২৩, ১৬:০৮

মাদারীপুরের শিবচরের চমক ২০ মণের ‘সাহেবজাদা’। আসন্ন কোরবানির বাজারে তোলা হবে এ গরুটি।
অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের এই গরুটি উপজেলার উমেদপুর ইউনিয়নের চান্দেরচর বাজার সংলগ্ন মিলন মুন্সির।
তিনি জানান, সম্পূর্ণ দেশি পদ্ধতিতে ঘাস, ভুসি খাইয়ে ‘সাহেবজাদা’কে লালনপালন করছেন তিনি। সাবান-শ্যাম্পু দিয়ে প্রতিদিন ৩-৪ বার গোসল করান। প্রায় সাড়ে ৭ ফুট লম্বা ও ৫ ফুট ২ ইঞ্চির উচ্চতাসম্পন্ন সাহেবজাদার ওজন প্রায় ২০ মণ।
এদিকে এবার কোরবানির ঈদে গরুটি বিক্রির জন্য আগাম দাম হাঁকা হচ্ছে ৮ লাখ টাকা। তবে দাম নিয়ে কড়াকড়ির চেয়ে যারা আদর ও যত্ন সহকারে গরুটি নেবেন তাদের জন্য বিশেষ ছাড় দেওয়া হবে বলেও জানান খামারি মিলন মুন্সি।
অপরদিকে সাহেবজাদাকে দেখতে প্রতিদিনই শত শত মানুষ ভিড় করছেন মিলন মুন্সির বাড়িতে।
স্থানীয় আবু হাওলাদার বলেন, এই গরুটি মিলন ভাই ও তার পরিবারের লোকজন খুব যত্ন করে। আমরা অনেকেই গরুটি দেখতে মাঝে মাঝেই এই বাড়িতে আসি। এত বড় গরু সচরাচর দেখা যায় না।
আরও পড়ুন: ১৪০০ কেজির ‘সিংহরাজ’কে তোলা হবে কোরবানির হাটে, দাম হাঁকাচ্ছেন ২৫ লাখ
মালিক মিলন মুন্সি বলেন, প্রায় দেড় বছর আগে হাট থেকে অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের বাছুর কিনে আনি। পরে খামারে না রেখে বাড়িতে রেখে গরুটি লালনপালন করেছি। প্রাকৃতিক সবুজ ঘাস, ভুসি খাইয়ে গরুটি লালনপালন করা হচ্ছে। ৮ লাখ টাকা হলে গরুটি বিক্রি করবো।
(ঢাকাটাইমস/১০জুন/এসএম)