রংপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশ | ০২ জুলাই ২০২৩, ১২:১০ | আপডেট: ০২ জুলাই ২০২৩, ১৩:৩৭

রংপুর প্রতিনিধি, ঢাকা টাইমস

রংপুরের গঙ্গাচড়ায় মুন্নি বেগম (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার স্বামীর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে নিহতের পরিবারের অভিযোগ, মুন্নি বেগমের স্বামী তাকে পিটিয়ে হত্যা করে ঝুলিয়ে রেখেছে।

জানা গেছে, উপজেলার বেতগাড়ি ইউনিয়নের ফকরপাড়ার রশিদুল মিয়ার সঙ্গে ১৪ বছর আগে ফেনী জেলার বাসিন্দা মুন্নির বিয়ে হয়। এ দম্পতির সংসারে ১১ ও ২ বছর বয়সী দুই মেয়ে ও ৩ বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে। সম্প্রতি রশিদুল-মুন্নির মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলছিল। শনিবার সকালে মুন্নির ঝুলন্ত মরদেহ দেখে প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়।

গঙ্গাচড়া মডেল থানার ওসি দুলাল হোসেন বলেন, প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, পারিবারিক কলহের জেরে শুক্রবার স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। মুন্নিকে পিটিয়ে হত্যা করে ফাঁস লাগিয়ে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচারের অভিযোগ পেয়েছি। অভিযোগ তদন্ত করছি। এছাড়া ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বলা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।

আরও পড়ুন: কুড়িগ্রামে নদ-নদীর পানি আবারও বাড়ছে, কৃষকের কপালে চিন্তার ভাঁজ

এ ঘটনায় মুন্নির মামা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। 

(ঢাকাটাইমস/০২জুলাই/এসএম)