কুড়িগ্রামে নদ-নদীর পানি আবারও বাড়ছে, কৃষকের কপালে চিন্তার ভাঁজ

টানা বৃষ্টিপাত ও উজানের ঢলে কুড়িগ্রামের দুধকুমার, ধরলা, তিস্তা ও ব্রহ্মপুত্রসহ সবগুলো নদ-নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে। এর ফলে নতুন করে পানিবন্দি হওয়ার আশঙ্কা করছেন নদীপাড়ের মানুষ।
এছাড়া নতুন করে নদীর পানি বেড়ে ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় চাষিরা। তাই অব্যাহত পানি বৃদ্ধিতে কৃষকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।
এদিকে পানি উন্নয়ন বোর্ড-পাউবো জানিয়েছে পানি বাড়লেও এখনই বন্যা পরিস্থিতির আশঙ্কা নেই। শনিবার পাউবো কুড়িগ্রাম কার্যালয় থেকে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় জেলার সবগুলো নদ-নদীর পানি নতুন করে বাড়ছে। তবে এখন বন্যার আশঙ্কা নেই।
জানা গেছে, তিস্তার পানি আরও বেড়েছে। তবে তা বিপৎসীমার ৫৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
নদী তীরের এক বাসিন্দা কৃষক জামাল বলেন, গত কয়দিন ধরে নদীর পানি বেড়ে আমার কিছু জমির ফসল তলিয়ে গেছে। শুক্রবার থেকে আরও পানি বাড়ছে। নতুন করে আবার চিন্তা বেড়ে গেল।
আরও পড়ুন: সাঁতরে নদী পার হতে গিয়ে তলিয়ে গেলেন বৃদ্ধ
পাউবো কুড়িগ্রামের নির্বাহী প্রকৗশলী মো. আব্দুল্লাহ আল মামুন জানান, টানা বৃষ্টি ও উজানের পানির ঢলের কারণে জেলার নদ-নদীগুলোর পানি বাড়ছে। তবে এখনই বন্যার কোনো শঙ্কা নেই।
(ঢাকাটাইমস/০২জুলাই/এসএম)

মন্তব্য করুন