সিদ্ধিরগঞ্জে অটোরিকশায় চার্জ দিতে গিয়ে চালকের মৃত্যু

প্রকাশ | ০৩ জুলাই ২০২৩, ১১:১৮ | আপডেট: ০৩ জুলাই ২০২৩, ১২:৪৭

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে সোহাগ (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার রাতে নাসিক ১নং ওয়ার্ডের পাইনাদি হাজিনগর সিআইখোলা এলাকায় রুবেলের রিকশার গ্যারেজে এই ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা। 

নিহত সোহাগ কুমিল্লা জেলার মুরাদনগর থানার মৃত আব্দুল মালেক মিয়ার ছেলে। বর্তমানে তিনি নিজ পরিবার নিয়ে সিআইখোলা এলাকায় বসবাস করতেন। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোহাগ  দীর্ঘদিন যাবত ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে পরিবার-পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। প্রতিদিনের মতো রবিবারও তিনি অটোরিকশায় চার্জ দিতে রুবেলের গ্যারেজে যান। তখন অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই ওই চালকের মৃত্যু হয়।

আরও পড়ুন: চাঁদপুরের বাঁজারে কাঁচা মরিচের কেজি ৭০০, অপরিচিতদের কাছে মরিচ বেচেন না বিক্রেতারা

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফ জানান, মরদেহ  ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এ ঘটনায় থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

(ঢাকাটাইমস/৩জুলাই/এসএম)