স্কুলের খেলার মাঠ যেন জলাশয়

প্রকাশ | ১৭ জুলাই ২০২৩, ১৪:২০

ফেনী প্রতিনিধি, ঢাকা টাইমস
জলাবদ্ধ ফেনী ভালুকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ (ছবি: ঢাকা টাইমস)

স্কুলের মাঠে হাঁটু পানি। হঠাৎ দেখে বোঝার উপায় নেই; এটি খেলার মাঠ নাকি জলাশয়। পানির নিচে তলিয়ে রয়েছে ফেনী সদর উপজেলার কালীদহ ইউনিয়নের ভালুকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠটি। 

এদিকে জলাবদ্ধতা নিরসনে কোনো উদ্যোগ না নেওয়ায় অভিভাবকের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। এছাড়া মাঠে পানির কারণে সন্তানদের স্কুলে পাঠাতেও অনিহার কথা জানিয়েছেন অনেক অভিভাবক। 

বিদ্যালয়ের শিক্ষকরা জানান,  ক্লাস বিরতিতে শিক্ষার্থীদের মাঠে না নামার জন্য আটকে রাখা হয়। তার পরও শিশুরা পানিতে যেতে চায়, খেলতে চায়। 

শিশু শিক্ষার্থী শামীম জানায়, ‘বিদ্যালয় ছুটির পর প্রতিদিন তারা এ মাঠে খেলাধুলা করতো। এখন আর মাঠে খেলার সুযোগ নেই। বিকালে রাস্তার পাশে বসে সবাই মোবাইলে গেম খেলে।’  

সরেজমিন দেখা যায়, বিদ্যালয় মাঠে পানিতে জাল দিয়ে মাছ ধরছেন আবুল কাশেম নামের স্থানীয় এক ব্যক্তি। অন্য প্রান্তে এক কিশোর মাঠের পাশে ত্রিভুজী জাল বসিয়ে মাছ আটকানোর চেষ্টা করছে। আশপাশের ময়লায় দূষণ হওয়ায় এলাকার সচেতন লোকজন পানিতে নামছেন না। নিজেদের সন্তানদেরও নামতে দিচ্ছেন না। জলবদ্ধ পানিতে মশার বিস্তারও বাড়ছে।

স্থানীয়রা জানায়, গত এপ্রিলে বিদ্যালয়ের পাশের ব্যাপারী বাড়ির হাফেজ আহাম্মদের জায়গায় ঘর নির্মাণের জন্য ভরাট করা হয়। এতে বিদ্যালয় মাঠসহ আশপাশের পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যায়। মাঠে তিন-চার ফুট পানি থাকায় তিন শতাধিক শিক্ষার্থীর খেলাধুলা বন্ধ। 

অপরদিকে বিদ্যালয়ের পাশের মমতাজুল হক চৌধুরী বাড়ি ও চত্তর ব্যাপারী বাড়ির অন্তত আটটি টয়লেট তলিয়ে যাওয়ায় পানি আরও দূষিত হয়ে গেছে। শিশু-কিশোররা ওই পানিতে নেমে চর্ম রোগে আক্রান্ত হচ্ছে।

স্থানীয় কালীদহ ইউনিয়ন পরিষদের সদস্য মীর হোসেন মজুমদার মিরু ঢাকা টাইমসকে বলেন, ‘আমি মাঠে গিয়ে স্থানীয়দের পানি নিষ্কাশনে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে এ বিষয়ে ইউপি চেয়ারম্যানকে অবহিত করি।’  

উপজেলা শিক্ষা কর্মকর্তা নাজমা আক্তার ঢাকা টাইমসকে বলেন, ‘বিষয়টি আমাকে জানানো হয়েছে। আমি তাৎক্ষণিক এটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছি। তিনি মাঠ ভরাটের জন্য মাটির ব্যবস্থা করে দেবেন বলে জানিয়েছেন।’ 

আরও পড়ুন: ফেনীতে বিদ্যুৎস্পৃষ্টে ইন্টারনেট সেবা প্রতিষ্ঠান কর্মীর মৃত্যু

ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল ঢাকা টাইমসকে বলেন, ‘বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে আমি অবহিত হয়েছি। শিগগিরই ভালুকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠটি মাটি দিয়ে ভরাট করতে অগ্রাধিকার ভিত্তিতে বরাদ্দ দেওয়া হবে।’

(ঢাকাটাইমস/১৭জুলাই/এসএম)