ফেনীতে বিদ্যুৎস্পৃষ্টে ইন্টারনেট সেবা প্রতিষ্ঠান কর্মীর মৃত্যু

বৈদ্যুতিক খুঁটিতে ইন্টারনেটের তার টাঙানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে থৈইলডি মারমা (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
এ ঘটনায় সোমবার সকালে ফেনী মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে পিএসএল নামে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মী থৈইলডি মারমা। পৌরশহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের এসি মার্কেটের পাশে একটি ভবনে ইন্টারনেট সংযোগ দিতে যান। সেখানে ইন্টারনেটের তার টাঙানোর জন্য সড়কের পাশে একটি বৈদ্যুতিক খুঁটিতে ওঠেন।
এক পর্যায়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটি থেকে ছিটকে নিচে পড়েন। তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: প্রেমিকার ওড়না গলায় পেঁচিয়ে প্রেমিকের আত্মহত্যা
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা আছে।
(ঢাকাটাইমস/১৭জুলাই/এসএম)

মন্তব্য করুন