আশুরায় বেনাপোল বন্দরে এক দিন আমদানি-রপ্তানি বন্ধ

প্রকাশ | ২৯ জুলাই ২০২৩, ১১:৪০ | আপডেট: ২৯ জুলাই ২০২৩, ১১:৪৩

বেনাপোল (যশোর) প্রতিনিধি, ঢাকা টাইমস

পবিত্র আশুরা উপলক্ষে শনিবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দর দিয়ে দুদেশের মধ্যে বন্ধ রয়েছে আমদানি-রপ্তানি বাণিজ্য। তবে স্বাভাবিক রয়েছে পাসপোর্ট যাত্রী পারাপার। 

বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের ডাইরেক্টর আব্দুল জলিল।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস এ্যাসোসিয়েশনের সভাপতি শামছুর রহমান জানান, পবিত্র আশুরা উপলক্ষে সরকারি ছুটি থাকায় আজ শনিবার দুদেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্যি বন্ধ রয়েছে। আগামীকাল রবিবার সকাল থেকে পুনরায় সচল হবে আমদানি-রপ্তানি বাণিজ্যি।

বেনাপোল ইমিগ্রেশনের ওসি আহসান হাবীব জানান, শনিবার দুদেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্যি বন্ধ থাকলেও বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার করছেন স্বাভাবিকভাবে।

আরও পড়ুন: কুড়িগ্রামে বাস চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত

বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার তানভীর আহমেদ জানান, বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন প্রায় ৪শ থেকে ৫শ  ট্রাক পণ্য ভারত থেকে আমদানি হয়। বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয় ১৫ থেকে ২৫০ ট্রাক পণ্য। আমদানি পণ্য থেকে একদিনে সরকারের রাজস্ব আয় হয় ২০ কোটি টাকা।

ঢাকাটাইমস/২৯জুলাই/এসএম