রাজধানীতে অস্ত্র মামলায় যাবজ্জীবন দণ্ডিত আসামি গ্রেপ্তার

প্রকাশ | ০৬ জুন ২০২৩, ১১:২৭ | আপডেট: ০৬ জুন ২০২৩, ১১:৩০

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

রাজধানীর মতিঝিল থানার ২০১৫ সালের একটি অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. রবিউল ইসলাম ওরফে সুমনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। 

সোমবার রাত পৌনে নয়টার দিকে মতিঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

মঙ্গলবার সকালে র‌্যাব-৩ এর লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ তথ্য জানিয়েছেন। 

র‌্যাব জানায়, সোমবার রাত পৌনে নয়টার দিকে রাজধানীর মতিঝিল এলাকা থেকে মো. রবিউল ইসলাম ওরফে সুমনকে গ্রেপ্তার করা হয়।  

আরও পড়ুন>>ঢাকায় মানবপাচার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

আরও পড়ুন>> রাজধানীতে প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক চার আসামি গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত আসামির বরাত দিয়ে র‌্যাব-৩ এর অধিনায়ক জানান, সুমন তার অপরাধ স্বীকার করেছেন। তার নামে মতিঝিল থানায় ২০১৫ সালে একটি অস্ত্র মামলা হয়। ওই মামলায় আদালত তাকে যাবজ্জীবন সাজা দেন। মামলা হওয়ার পর থেকে সুমন রাজধানীর বিভিন্ন এলাকায় জায়গা পরিবর্তন করে পলাতক জীবনযাপন করে আসছিলেন। তার  বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

রবিউল ইসলাম ওরফে সুমন রাজধানীর নারিন্দার বশুবাজার লেনের ৭ নম্বর বাড়ির চতুর্থ তলার মো. জামাল উদ্দিনের ছেলে।

(ঢাকাটাইমস/০৬জুন/এএ/এফএ)