ঢাকায় মানবপাচার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ জুন ২০২৩, ২১:৪৭
অ- অ+

ঢাকার সাভার থেকে মানবপাচার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক দম্পতিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। গ্রেপ্তারকৃতরা হলেন মো. জমির মোল্যা ও তাসলিমা বেগম।

সোমবার দুপুরে তাদের গ্রেপ্তরের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

র‌্যাব জানায়, রবিবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে সাভার থেকে মানবপাচার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. জামির মোল্ল্যা ও তার স্ত্রী তাসলিমা বেগমকে গ্রেপ্তার করে র‌্যাব-৩।

গ্রেপ্তারকৃত আসামিদের বরাত দিয়ে র‌্যাব-৩ এর অধিনায়ক জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, শরীয়তপুরে ২০১৭ সালের একটি মানবপাচার মামলা রয়েছে। ওই মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ২০২২ সালে তাদের বিরুদ্ধে যাবজ্জীবন সাজা দেন। রায় ঘোষণার পর থেকে আসামিরা রাজধানীর বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

গ্রেপ্তারকৃত মো.জামির মোল্ল্যা মাদারীপুর জেলার সদর থানার বাদামতলা আমিরাবাদ গ্রামের আশরাফ মোল্ল্যার ছেলে আর তাসিলমা বেগম জামিরের স্ত্রী।

ঢাকাটাইমস/০৫জুন/এএ/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারতে যাওয়ার সময় জীবননগর উপজেলার সাবেক চেয়ারম্যান মোর্তুজা গ্রেপ্তার
নিষিদ্ধ সংগঠন কর্মকাণ্ড চালালেই ব্যবস্থা: রেজাউল করিম
শ্রীপুরে পিকআপের ধাক্কায় সিএনজিচালক নিহত
আওয়ামী লীগ নিষিদ্ধের গেজেট প্রকাশের পরই নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা