নওয়াজের অবদমিত কামের শিকার নীহারিকাও

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ২১ মে ২০২০, ০৯:৪৪| আপডেট : ২১ মে ২০২০, ০৯:৪৬
অ- অ+
ছবিতে নওয়াজউদ্দিনের সঙ্গে তার সাবেক প্রেমিকা নীহারিকা সিং

ছবি বা কোনো চরিত্র নয়। দাম্পত্য জীবন আর পরকীয়া নিয়ে এই করোনাকালেই বিপর্যস্ত বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। বিবাহবিচ্ছেদ চেয়ে কয়েক দিন আগেই অভিনেতাকে নোটিশ পাঠিয়েছেন তার স্ত্রী আলিয়া সিদ্দিকি ওরফে অঞ্জনা কিশোর পাণ্ডে। কিন্তু ঈদ পালনের জন্য ইতোমধ্যে উত্তরপ্রদেশে নিজের বাড়িতে চলে গেছেন নওয়াজ। তাকে পাঠানো নোটিশের কোনো জবাব দেননি তিনি।

ঠিক এই সময়ে গোদের উপর বিষফোঁড়ার মতো আবার সামনে এসেছেন নওয়াজের পুরনো প্রেমিকা নীহারিকা সিং। ‘মিটু’ আন্দোলনে নওয়াজের বিরুদ্ধে যিনি যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন। সম্প্রতি মুম্বাইয়ের এক সংবাদ মাধ্যমকে নীহারিকা জানিয়েছেন, ‘আমিও বহু বার নওয়াজের অবদমিত কামের স্বীকার হয়েছি।’

এর আগে এই ‘মিস ইন্ডিয়া’ অভিযোগ করেছিলেন, ‘মিস লাভলি’ ছবির শুটিংয়ের সময় নওয়াজের সঙ্গে স্ক্রিন শেয়ার করি। ওই সময় সারারাত শুট করে সকালে নওয়াজ আমার বাড়ি আসতে চায়। আমি ওকে ব্রেকফাস্টের জন্য আমন্ত্রণ জানাই। কিন্তু দরজা খুলতেই ও আমাকে জড়িয়ে ধরে। আমি ছাড়াতে চাইলেও ছাড়ে না। আমিও শেষে হাল ছেড়ে দেই। এ রকম শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য নওয়াজ প্রায় আমাকে জোর করত।’

নীহারিকা পরবর্তীকালে উপলব্ধি করেন, শুধুমাত্র যৌনতার জন্যই নওয়াজউদ্দিন তার সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিলেন। অভিনেত্রী জানান, তাদের সম্পর্ক নিয়ে নওয়াজের সঙ্গে আলোচনা করতে চাইলে নওয়াজ তাকে বলতেন, ‘আমার স্বপ্ন ছিল, আমার স্ত্রী হবে ‘মিস ইন্ডিয়া’ বা একজন অভিনেত্রী, যেমন মনোজ বাজপেয়ী আর পরেশ রাওয়াল করেছেন।’

তাহলে কি নওয়াজের অন্য সম্পর্কে জড়িয়ে পড়া বা অবদমিত যৌনতাড়নাই তার বিবাহবিচ্ছেদের অন্যতম কারণ? এ ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন অভিনেতা। যদিও তার আত্মজীবনী ‘অ্যান অর্ডিনারি লাইফ: আ মেময়ার’-এ নওয়াজ তার সঙ্গে নীহারিকার সম্পর্কের কথা স্বীকার করে লেখেন, ‘নীহারিকার সঙ্গে কিছু দিন আলাপের পর ওকে বাড়িতে মাটন খেতে ডাকি।

এরপর আমাকে ওর বাড়িতে ডাকল। বলল, ‘মাটন খাওয়াবে।’ আমি সে দিন প্রথম বার নীহারিকার বাড়ি গেলাম। দরজা বন্ধ ছিল। তা খোলামাত্র দেখে অবাক হলাম। দেখলাম, হাজারটা মোমবাতির আলো। আমি ওকে জড়িয়ে ধরে সোজা বেডরুমে নিয়ে চলে গেলাম। সেই শুরু হল আমাদের প্রেম। মাত্র দেড় বছর ছিল সেই সম্পর্ক।’

লকডাউনের সময় যদিও এই বিষয়ে কোথাও কোনো বিবৃতি দেননি নওয়াজ। কিন্তু ‘বম্বে টাইমস’কে দেয়া সাক্ষাৎকারে নওয়াজের স্ত্রী অঞ্জনা জানান, বেশ কয়েক বছর ধরেই তাদের বিবাহিত জীবন সুখের যাচ্ছিল না। অনেক কিছু সহ্য করতে হয়েছে তাকে। কিন্তু সে সব ঘটনার বেশির ভাগই প্রকাশ্যে বলা তার পক্ষে অস্বস্তিকর। কী সেগুলো, যা অঞ্জনা বলতে চাচ্ছেন না? তা হয়তো বলবে সময়।

ঢাকাটাইমস/২১মে/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য: জনবল সংকটে প্রশাসন
‘ফ্যাসিবাদী শাসনে বাংলাদেশের মৌলিক স্তম্ভ ধ্বংস হয়েছে’: জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম খান
হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ সরাসরি সম্প্রচার
১৮ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা