রোগীদের সুচিকিৎসা নিশ্চিতে হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের প্রবেশে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২৪, ০৯:৩২| আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ১২:০০
অ- অ+

হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের যখন তখন প্রবেশ, নানা দৌরাত্ম্যে রোগীরা হয়রানির শিকার হয়ে থাকেন– এমন অভিযোগ বহুদিনের। হাসপাতাল কর্তৃপক্ষ ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ভিজিটের জন্য সময় নির্ধারণ করে দিলেও অনেক হাসপাতালে সেটা মানা হয় না। বিভিন্ন হাসপাতালের এমন চিত্র তুলে ধরে বিভিন্ন সময়ে সংবাদ প্রকাশিত হয়ে আসছে। তারপরও অবস্থার কোনো পরিবর্তন হয় না। এবার রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং সেবা কার্যক্রমের আরও উন্নয়নের লক্ষ্যে দেশের হাসপাতালগুলোতে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের প্রবেশে বিধিনিষেধসহ ১০টি নির্দেশনা জারি করা হয়।

গত ১৮ নভেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব উম্মে হাবিবার সই করা এক আদেশে এমন নির্দেশনা দেওয়া হয়, যা দেশের সব হাসপাতালে পাঠানো হয়েছে।

নির্দেশনা প্রতিপালনে ব্যর্থ হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে স্বাস্থ্যসেবা বিভাগ থেকে ।

নির্দেশনায় বলা হয়, সব সরকারি ও বেসরকারি হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। হাসপাতালে আগত আহতদের অগ্রাধিকার ভিত্তিতে সেবা দিতে হবে। সব আহত ব্যক্তির চিকিৎসা বিনামূল্যে করতে হবে। এ ছাড়া বেসরকারি হাসপাতালগুলোতে যদি কেউ চিকিৎসায় অসমর্থ হয়— তবে ওই হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তির ওষুধের খরচ সরকার বহন করবে। এক্ষেত্রে উপযুক্ত বিল-ভাউচার স্বাস্থ্য অধিদপ্তরে দাখিল করা হলে তা যাচাই করে পরিশোধ করা হবে।

এতে আরও বলা হয়, কোনো ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ বা বিভিন্ন কোম্পানির ডিলার কোনোভাবেই হাসপাতালের ভেতরে প্রবেশ করতে পারবেন না। প্রত্যেক চিকিৎসক ও চিকিৎসা সংশ্লিষ্ট সবাইকে রোগী দেখার সময়সূচি ও পরীক্ষা-নিরীক্ষার সময়সূচি যথাযথভাবে অনুসরণ করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়, হাসপাতালে আগত সব উপযুক্ত দর্শনার্থীর জন্য ভিজিটর কার্ড প্রবর্তন করতে হবে। ভিজিটর কার্ডবিহীন কোনো দর্শনার্থী হাসপাতালের ভেতরে বা রোগীর কক্ষে প্রবেশ বা অবস্থান করতে পারবেন না। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করবে।

(ঢাকাটাইমস/২৫নভেম্বর/এফএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৃহস্পতিবার থেকে স্বাভাবিক নিয়মে সাজেক ভ্রমণ করতে পারবেন পর্যটকরা
সংবিধান সংস্কার কমিশনের কাছে ১৮ প্রস্তাব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের 
ক্ষমতা নয়, জনসমর্থন নিয়ে দেশ পরিচালনা করতে চাই: তারেক রহমান
বিদেশ থেকে আনতেন নিত্যনতুন মাদক, পৌঁছাতেন ধনাঢ্য পরিবারের তরুণ-তরুণীদের কাছে 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা