'সবার আগে শিক্ষার্থীদের সড়ক আইন মানতে হবে'
সড়ক দুর্ঘটনায় প্রাণ ও সম্পদের ক্ষয়ক্ষতি বিশ্বব্যাপী একটি অন্যতম প্রধান সামাজিক, অর্থনৈতিক ও জনস্বাস্থ্যগত সমস্যা উল্লেখ করে সড়কের নিরাপত্তায় সবার আগে শিক্ষার্থীদের সড়ক আইন মানা প্রয়োজন বলে মন্তব্য করেছেন নিরাপদ সড়ক চাই-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।
ব্র্যাক ইউনিভার্সিটি লিডারশিপের ফোরামের আয়োজনে রোডক্র্যাশে নিহতদের স্মরণে ‘ওয়ার্ল্ড ডে অব রিমেমব্রেন্স ফর রোড ট্রাফিক ভিক্টিমস’ দিবস উপলক্ষ্যে মোমবাতি প্রজ্বলনে এ কথা বলেন তারা। সোমবার সকালে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ স্মরণ দিবস আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ইলিয়াস কাঞ্চন বলেন, ছাত্ররা আজকের এবং আগামী দিনের নেতা। সড়ক নিরাপত্তা সবার আগে শিক্ষার্থীদের মানতে হবে। এসময় শিক্ষার্থীরা এই বার্তাটি অন্যদের কাছে ছড়িয়ে দেওয়ার আহবান জানান তিনি।
কর্মসূচিতে রোড সেফটির প্রোগ্রাম ম্যানেজার এম খালিদ মাহমুদ সড়ক নিরাপত্তা বিষয়ক প্রেজেন্টেশন দেন।
এদিন মোমবাতি জ্বালানো হয় সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে। এছাড়াও ১ মিনিট নীরবতা পালন করে তাদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়।
(ঢাকাটাইমস/১৯নভেম্বর/এলএম)
মন্তব্য করুন