প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় জামায়াত আমির
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে তার বাসভবন যমুনায় গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে জামাতের একটি প্রতিনিধি দল।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় প্রতিনিধি দলটি যমুনায় প্রবেশ করে।
জামায়াত ইসলামীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, প্রতিনিধি দলে জায়ামাত আমিরের সঙ্গে রয়েছেন— দলটির দুই সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, আব্দুল হালিম এবং নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন।
বৈঠক শেষে ব্রিফ করা হবে বলেও প্রেস উইং থেকে জানানো হয়েছে।
(ঢাকাটাইমস/২৮নভেম্বর/এমআর)
মন্তব্য করুন