মহেশখালীতে বন্যার্ত পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ

কক্সবাজার প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ জুন ২০২৫, ০৯:৫৮| আপডেট : ০১ জুন ২০২৫, ১১:৫০
অ- অ+

কক্সবাজারের মহেশখালীতে বন্যার্ত ও পানিবন্দি পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মহেশখালী উপজেলার কুতুবজুম, মাতারবাড়ি ও সোনাদিয়ায় ১৩৫টি গরিব ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ ও শুকনা খাবার বিতরণ করেছে কোস্ট গার্ডের সদস্যরা।

রবিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।

তিনি জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে মহেশখালীর নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়। এতে বহু মানুষ পানিবন্দি হয়ে পড়ে।

এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে কোস্ট গার্ড পূর্ব জোনের অধীনস্থ বিসিজি স্টেশন মহেশখালী জরুরি ভিত্তিতে ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করে।

লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, "জাতির যেকোনো দুর্যোগে জনগণের পাশে থাকতে বাংলাদেশ কোস্ট গার্ড প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও আমাদের এই জনসেবামূলক কার্যক্রম চলমান থাকবে।"

(ঢাকাটাইমস/১জুন/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজধানীতে কোস্টগার্ডের মাদকবিরোধী কর্মশালা ও জনসচেতনতামূলক কার্যক্রম
ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ৩৯৩
জকসু না হলে দ্বিতীয় বার আন্দোলনের ডাক আসবে: শিবির সভাপতি
চাঁদপুরে ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা