অ্যান্টিগা টেস্ট: ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারলো বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২৪, ২০:৪৯| আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ২১:০৪
অ- অ+

ফরম্যাট, ভেন্যু কিংবা প্রতিপক্ষ বদলালেও বদলায় না বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার চিত্র। প্রত্যেক ম্যাচেই একই গল্প। চলমান অ্যান্টিগা টেস্টেও তার ব্যতিক্রম হয়নি। ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৩৩৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে টাইগার ব্যাটাররা ব্যস্ত ছিলেন আসা যাওয়ার মিছিলে। যার ফলে মাত্র ১৩২ রানে থামল টাইগারদের সংগ্রহ। আর স্বাগতিকরা তুলে নিলো ২০১ রানের বিশাল জয়। এই জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেলো ওয়েস্ট ইন্ডজ।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অ্যান্টিগায় মঙ্গলবার (২৬ নভেম্বর) লাল সবুজদের ২০১ রানের বড় ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৩৩৪ রান তাড়া করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৩২ রান তুলে হার মেনে নেয় টাইগাররা। কারণ শেষদিকে চোটে পড়ায় পেসার শরিফুল ইসলামের পক্ষে ব্যাটিং চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। এ ম্যাচ জিতে ২৮ মাস পর ঘরের মাটিতে টেস্ট ম্যাচ জিতল উইন্ডিজ। ২০২২ সালের জুলাইয়ে সবশেষ জয়টাও ছিল টাইগারদের বিপক্ষে।

অ্যান্টিগা টেস্টের শেষ দিনে আগের দিনের ১০৯ রান নিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে ব্যাটিংয়ে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার জাকের আলি ও হাসান মাহমুদ। তবে পঞ্চম দিনের দ্বিতীয় ওভারেই ভেঙে যায় এই জুটি। ১২ বলে শূন্য রান করে আলজারি জোসেফের বলে স্লিপে জশুয়া ডি সিলভার হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান হাসান মাহমুদ।

হাসান মাহমুদের বিদায়ের পর জুটি গড়েন তাসকিন আহমেদ ও জাকের আলি। তবে তারাও ব্যর্থ হন নিজেদের জুটিকে বেশিদূর নিয়ে যেতে। দলীয় ১২৯ রানে জাকেরের বিদায়ে ভাঙে ১৬ রানের জুটি।

জাকেরের বিদায়ের পর ক্রিজে আসেন পেসার শরিফুল ইসলাম। তবে মাত্র ৪ বল খেলার পর রিটায়ার্ড হার্ট হয়ে শরিফুল সাজঘরে ফিরে গেলে ৯ উইকেটে ১৩২ রানে থামে বাংলাদেশের সংগ্রহ। আর স্বাগতিকরা তুলে নিলো ২০১ রানের বিশাল জয়। এই জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেলো ওয়েস্ট ইন্ডজ।

এর আগে এর আগে অ্যান্টিগা টেস্টে ৪৫০ রানে ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ৪০ রান সংগ্রহ করে দ্বিতীয় দিন শেষ করে বাংলাদেশ। এরপর তৃতীয় দিনের প্রথম সেশনটা নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ। দিনের শুরুতে শাহাদাত হোসেন দিপু ফিরে গেলেও মুমিনুল হক ও লিটন দাস মিলে বাংলাদেশকে ভালো সংগ্রহের দিকে নিয়ে যেতে থাকেন। তবে দ্বিতীয় সেশনে ছন্দ হারান এই দুই ব্যাটার। ব্যক্তিগত অর্ধশতক তুলে নিয়ে প্যাভিলিয়নে ফিরে যান মুমিনুল হক। মুমিনুলের পর ৪০ রান করে ফিরে যান লিটন দাস।

তাদের বিদায়ে ফলোঅনের শঙ্কায় পড়ে বাংলাদেশ। তবে জাকের আলি ও তাইজুল ইসলামের ব্যাটে ফলোঅন এড়ায় টাইগাররা। ৯ উইকেট হারিয়ে ২৬৯ রান সংগ্রহ করে তৃতীয় দিনের খেলা শেষ করে লাল-সবুজের প্রতিনিধিরা। আর চতুর্থ দিন ব্যাটিংয়ে না নেমে ইনিংস ঘোষণা করে তারা।

বাংলাদেশের ইনিংস ঘোষণার পর ১৮১ রানে এগিয়ে থেকে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। তবে নিজেদের দ্বিতীয় ইনিংসটা ভালো হয়নি স্বাগতিকদের। টাইগার পেসার তাসকিনের বোলিং তোপে ১৫২ রানে অলআউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাসকিন একাই নিয়েছেন ৬ উইকেট। ১৫২ রানে অলআউট হওয়ায় তাদের লিড দাঁড়ায় ৩৩৩। জবাবে ব্যাট করত নেমে ১৩২ রানেই থামল বাংলাদেশ।

(ঢাকাটাইমস/২৬ নভেম্বর/এনবিডব্লিউ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জ্যামাইকা টেস্ট: ১২৮ রানের লিড নিয়ে চা বিরতিতে বাংলাদেশ
নাহিদ রানার ফাইফারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লিড পেল বাংলাদেশ
হিন্দুত্ববাদী ভারত কোনোদিন বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি: মাহমুদুর রহমান
আইনজীবী আলিফ হত্যায় জড়িতের দ্রুত বিচার চান মেয়র শাহাদাত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা