বরগুনার পাথরঘাটায় জনতা ব্যাংকের ৯২৯তম শাখার উদ্বোধন
অনলাইন ব্যাংকিংয়ের সকল সুবিধা নিয়ে রবিবার (২৪ নভেম্বর) থেকে বরগুনার পাথরঘাটা পৌরসভার থানা রোডে জনতা ব্যাংক পিএলসি-এর ৯২৯তম পাথরঘাটা শাখার কার্যক্রম শুরু হয়েছে।
ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. ফয়েজ আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির শুভ উদ্বোধন করেন।
এ সময় পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান, উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মো. ফারুক, জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক এমএইচএম জাহাঙ্গীর ও মোহম্মদ আলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নব প্রতিষ্ঠিত এ শাখাটি পাথরঘাটার অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা আনবে বলে উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি মো. ফয়েজ আলম আশাবাদ ব্যক্ত করেন।
(ঢাকা টাইমস/২৫নভেম্বর/এসএ)
মন্তব্য করুন