মাহবুবুর রহমান কলেজে সোহরাওয়ার্দীর শিক্ষার্থীদের হামলা, ব্যাপক ভাঙচুর, ধাওয়া-পালটা ধাওয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২৪, ১৩:২৫| আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ১৩:২৯
অ- অ+

রাজধানীর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা করেছে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে যাত্রাবাড়ীর ডেমরা রোডে কলেজটিতে হামলায় অংশ নেয় সোহরাওয়ার্দী কলেজের কয়েক হাজার শিক্ষার্থী।

সরজমিনে দেখা যায়, সোহরাওয়ার্দী কলেজের হাজার হাজার শিক্ষার্থী মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভেতরে প্রবেশ করে কলেজের গ্লাস, সাইনবোর্ড, আসবাবপত্র ভাঙচুর করে। এছাড়া কলেজের কম্পিউটার ল্যাপটপসসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যেতে থাকে। দুপুর ১২টার দিকে মাহবুবুর রহমান কলেজের শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দিলে সেখান থেকে তারা পালিয়ে যায়। পরে আটকে পড়া বেশ কয়েকজন শিক্ষার্থীকে মারধর করে মোল্লা কলেজের শিক্ষার্থীরা।

এদিকে, ঘটনাস্থলে পুলিশ বা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর কোনো উপস্থিতি নেই। দুই কলেজের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া এখনো চলছে, যার কারণে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

(ঢাকাটাইমস/২৫নভেম্বর/এলএম/এফএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি চাকরির আবেদন ফি ২০০ টাকা, এক সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন
ইউএনওর প্রত্যাহারের দাবিতে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়ক অবরোধ  
জামিনে কারামুক্ত সাবেক এসপি বাবুল
বাংলাদেশের ক্রিকেটারদের প্রশংসায় ভাসালেন ফিল সিমন্স
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা