সম্প্রতি অনুষ্ঠিত কম্পিউটেক্স ২০২৩ বেস্ট চয়েস অ্যাওয়ার্ডে উল্লেখযোগ্য স্বীকৃতি অর্জন করেছে আসুস। ব্যতিক্রমী পণ্য তৈরির জন্য আসুস কোম্পানি বেশ কয়েকবার খ্যাতি অর্জন করেছে। এবার জেনবুক প্রো ১৪ ডুও ওলেড (ইউএক্স৮৪০২) ল্যাপটপটির জন্য আসুস পেয়েছে কম্পিউটেক্স ২০২৩ বেস্ট চয়েস গোল্ডেন অ্যাওয়ার্ড। এছাড়াও এক্সপার্টবুক বি৯ ওলেড নামের আসুসের বিজনেস ল্যাপটপটি সাসটেইনেবল টেক স্পেশাল অ্যাওয়ার্ড পেয়েছে।   এছাড়া অন্যান্য ক্যাটাগরিতেও আসুস অ্যাওয়ার্ড পেয়েছে। পুরস্কারপ্রাপ্ত ল্যাপটপগুলোর মধ্যে রয়েছে এক্সপার্টবুক বি৯ ওলেড, প্রোআর্ট স্টুডিওবুক ১৬ ওলেড (এইচ৭৬০৪), স্টুডিওবুক ১৬ থ্রিডি ওলেড (এই৭৬০৪জেআই) এবং স্টুডিওবুক প্রো ১৬ ওলেড...
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :