আরেক হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক

আদালত প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ১২:৩৮ | প্রকাশিত : ০৩ অক্টোবর ২০২৪, ১২:২১
ফাইল ফটো

রাজধানীর বাড্ডা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আল আমিন হোসেন গুলিতে নিহত হওয়ার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

রাজধানীর বাড্ডা থানার এ মামলায় আনিসুল হক এজাহারভুক্ত ৪ নম্বর আসামি।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। শুনানিকালে কারাগার থেকে আনিসুল হককে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার সাব ইন্সপেক্টর মো. আহসান হাবীব তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে সেই আবেদন মঞ্জুর করার পর তাকে ফের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেলে গত ৫ আগস্ট রাজধানীর বাড্ডা এলাকায় আনন্দ মিছিল বের করেন ছাত্র-জনতা। এসময় বাড্ডা থানার পাশে ফুলকলি মিষ্টির দোকানের সামনে আওয়ামী লীগের এলোপাতাড়ি হামলা ও গুলির মুখে পড়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন আল আমিন হোসেন। এ ঘটনায় বাড্ডা থানায় মামলা করেন আল আমিনের মা।

গত ১৩ আগস্ট নৌপথে পালানোর সময় গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর সদরঘাট এলাকা থেকে আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে (২৪) হত্যার অভিযোগে করা মামলায় পরদিন ১৪ আগস্ট তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ। এরপর বিভিন্ন মামলায় তার রিমান্ড মঞ্জুর করে আদালত। এছাড়া বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

(ঢাকাটাইমস/০৩অক্টোবর/আরজেড/এফএ)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

ড. ইউনূসের ছয় প্রতিষ্ঠানে ভাঙচুর, ১৯ জনের বিরুদ্ধে মামলা

গ্রামীণ ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা জিয়ার লিভ টু আপিলের শুনানি অনুষ্ঠিত, আদেশ সোমবার

হত্যাচেষ্টা মামলা: রিমান্ড শেষে কারাগারে শমী-তাপস

সরকারি খরচে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডে ২৮ হাজার মানুষকে আইনি সহায়তা

আদালতে ‘আমুর আইনজীবী’কে মারধরের ঘটনা সাজানো: পাবলিক প্রসিকিউটর

আদালতে হট্টগোল, আইনজীবীকে মারধর, ‘এই পরিবেশ’ নিয়ে যা বললেন আমু

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দি দিলেন সাবেক আইজিপি মামুন

হত্যা মামলায় ৬ দিনের রিমান্ডে আমির হোসেন আমু

২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলের রিভিউ শুনবেন আপিল বিভাগ

এই বিভাগের সব খবর

শিরোনাম :