বাংলাদেশিদের বিনামূল্যে ড্রোন প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে চীন

তথ্যপ্রযু‌ক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ মে ২০২৫, ০৯:২০| আপডেট : ২৮ মে ২০২৫, ০৯:৩৩
অ- অ+

ডিজিটাল যুগে ড্রোনের ব্যবহার অপরিহার্য হয়ে পড়েছে। ‘ড্রোন’ শব্দটি সাধারণ ভাষায় কোন পাইলটবিহীন বিমানকে বোঝায়। সামরিক কাজ থেকে শুরু করে কৃষি ক্ষেত্রে কীটনাশক স্প্রে, অগ্নিনির্বাপণ, দুর্যোগপূর্ণ এলাকায় ত্রাণ কার্যক্রমে সফলতা বাড়াতে, কিংবা প্রদর্শনী অনুষ্ঠানে ড্রোন বেশ এগিয়ে। সফলভাবে ড্রোনকে ব্যবহার করতে এর প্রশিক্ষণ জরুরি। সফলভাবে ড্রোন উড্ডয়ন ও প্যাকেজ প্রোগ্রাম তৈরি করতে বাংলাদেশিদের জন্য ড্রোন প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে চীন। আগ্রহীদের আবেদনের আহ্বান জানিয়েছে ঢাকার চীনা দূতাবাস। মঙ্গলবার (২৭ মে) চীনা দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, গত ১৪ এপ্রিল বাংলাদেশের জাতীয় সংসদে একটি চীনা দলের দ্বারা পরিচালিত একটি ড্রোন প্রদর্শনী সফলভাবে অনুষ্ঠিত হয়। সংস্কৃতি ও প্রযুক্তির এই উদ্ভাবনী মিশ্রণ ছিল বাংলা নববর্ষ এবং চীন ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উভয়েরই একটি প্রাণবন্ত উদযাপন।

চীনা দূতাবাস এবং বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে সহযোগিতা পরিকল্পনা বাস্তবায়নের জন্য চীনের ক্রোস্টারস ইনোভেশন কালচার অ্যান্ড ট্যুরিজম টেকনোলজি গ্রুপ বাংলাদেশি কারিগরি কর্মীদের জন্য একটি বিনামূল্যে প্রশিক্ষণ কর্মসূচি প্রদান করবে। প্রশিক্ষণটি ইংরেজিতে পরিচালিত হবে। আগামী জুনের মাঝামাঝি থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত সাংহাইতে অনুষ্ঠিত হবে।

প্রোগ্রামটি দু’টি পর্যায়ে বিভক্ত—

প্রথম পর্যায়: ড্রোন তৈরির পারফরম্যান্সের জন্য প্রয়োজনীয় মৌলিক জ্ঞান এবং প্রোগ্রামিং দক্ষতা কভার করে কোর্স। (১-২ সপ্তাহ)।

দ্বিতীয় পর্যায়: ক্রোস্টারসের মালিকানাধীন ড্রোন মডেলগুলির জন্য বিশেষভাবে প্রোগ্রামিংয়ের উপর উন্নত কোর্স। (১-২ সপ্তাহ)। প্রতিটি পর্যায়ের সঠিক সময়কাল অংশগ্রহণকারীদের বিদ্যমান কম্পিউটার সাক্ষরতা এবং প্রোগ্রামিং অভিজ্ঞতার ওপর নির্ভর করবে।

প্রশিক্ষণে নিবন্ধনের জন্য আগামী ১ জুনের মধ্যে ইমেইলে ([email protected]) আবেদনের আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশে যেখানে সেখানে ড্রোন উড্ডয়ন করা যাবে না। তবে ড্রোন উড্ডয়নে নিবন্ধন বাধ্যতামূলক। বেবিচক থেকে ড্রোনের নিবন্ধন ও পরিচিতি নম্বর নিতে হবে। ব্যবহারের উদ্দেশ্য, স্পেসিফিকেশনের কপি, ক্রয় বা আমদানির কাগজপত্র, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনাপত্তি এবং বেবিচকের চাহিদা মোতাবেক অন্যান্য নথিপত্র জমা দিতে হবে। বিশেষ অনুমতি ছাড়া ভিভিআইপির সভা/সমাবেশ স্থানের দুই কিলোমিটারের মধ্যে অনুষ্ঠানের তিন দিন আগে থেকে ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ। উড্ডয়নের আগে বেবিচক কর্তৃক আকাশ প্রতিরক্ষা পরিচালন কেন্দ্র, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, বিমান গোয়েন্দা পরিদপ্তর, পুলিশ অধিদপ্তর, বর্ডার গার্ড সদর দপ্তর এবং অন্য কোনো নিরাপত্তা বিভাগ/সংস্থা/বাহিনী থেকে আলাদাভাবে অনুমতি লাগবে।

(ঢাকাটাইমস/২৮ মে/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্বের দামি এক কাপ কফির মূল্য ৩১,০০০ টাকা! দিলজিৎ পান করে হতবাক
গাইবান্ধায় আ.লীগ নেতা গ্রেপ্তার  
আখাউড়ায় ভুয়া সেনা কর্মকর্তা পরিচয়ে চাঁদা দাবি, প্রতারক গ্রেপ্তার
ভয়াবহ দাবানলে পুড়ছে কানাডা, জরুরি অবস্থা জারি ম্যানিটোবায়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা