৪৮ বছর বয়সে সিপিএলে ডাক পেলেন তাম্বে

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৭ জুলাই ২০২০, ২০:৩৫ | প্রকাশিত : ০৭ জুলাই ২০২০, ২০:৩৪

৪৮ বছর বয়সে ক্যারিবীয় লিগে (সিপিএল) অংশ নিতে যাচ্ছেন ভারতীয় লেগ স্পিনার প্রবীন তাম্বে। সোমবার সিপিএলের ছয়টি ফ্র্যাঞ্চাইজি তাদের দল ঘোষণা করেছে।

প্রথম কোনো ভারতীয় হিসেবে ত্রিনবাগো নাইট রাইডার্সে নাম লিখিয়েছেন তাম্বে। যে ক্লাবের মালিক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ক্লাব কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) স্বত্বাধিকারী ভারতের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান। আগামী ১৮ আগস্টে শুরু হতে যাওয়া সিপিএল শেষ হবে ১০ সেপ্টেম্বর।

ভারতের এই স্পিনার প্রথম শ্রেণির ক্রিকেটের মাত্র দুটি ম্যাচে খেললেও নিয়মিতভাবে খেলে যাচ্ছেন ভারতীয় ফ্র্যাঞ্চাজি ক্রিকেট আইপিএলে। ২০১৩ -১৪ মৌসুমে হোম টিম মুম্বাই ইন্ডিয়ান্সে খেলা এই স্পিনারকে কেকেআর কিনে নিয়েছে গত ডিসেম্বরের নিলামে।

তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অনুমোদনহীন টি-১০ লিগে অংশগ্রহণের দায়ে তিনি আইপিএলে অংশগ্রহণের যোগ্যতা হারান। অবশ্য করোনা মহামারীর কারণে স্থগিত হয়ে গেছে আইপিএল।

তবে ২০১৩ সালে ৪১ বছর বয়সে রাজস্থান রয়্য্যালসের হয়ে আইপিএলে অভিষেক পাওয়া তাম্বেকে সিপিএলে খেলতে হলে অবশ্যই পেতে হবে ভারতীয় বোর্ডের ছাড়পত্র।

(ঢাকাটাইমস/৭ জুলাই/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :