ভৈরবে পৌর যুবলীগ সম্পাদক বহিষ্কার

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৩৩

কিশোরগঞ্জের ভৈরবে যুবলীগের সম্মেলনে সন্ত্রাসী হামলার দায়ে পৌর যুবলীগ সাধারণ সম্পাদক আল আমিন সৈকতকে বহিষ্কার করা হয়েছে। আল-আমিন সৈকত পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও ১ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর।

বুধবার সন্ধ্যায় ভৈরব উপজেলা যুবলীগ আহ্বায়ক অলিউর ইসলাম অলি যুগ্ম আহবায়ক অরুণ আল আজাদ, মো. ইকবাল হোসেন, আরমান উল্লাহ ও পৌর যুবলীগের সভাপতি ইমরান হোসেন ইমনের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই আদেশ দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়েছে, গত ২৯ জানুয়ারি সন্ধ্যায় কালিকাপ্রসাদ ইউনিয়ন আওয়ামী যুবলীগের ৭, ৮, ৯ নং ওয়ার্ডের সম্মেলন চলার সময়ে সম্মেলনস্থলে ভৈরব পৌর যুবলীগ সাধারণ সম্পাদক আল আমিন সৈকতের নেতৃত্বে একদল সন্ত্রাসী ওই সম্মেলনে হামলা ও ভাঙচুর করে। পরবর্তীতে একইভাবে ভৈরব বাজারে কালিকাপ্রসাদ ইউপি চেয়ারম্যান লিটন মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানেও হামলা, ভাঙচুর, লুটপাট করে ।

এ বিষয়ে ভৈরব উপজেলা যুবলীগ আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো.ইকবাল হোসেন বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে পৌর যুবলীগ সাধারণ সম্পাদক আল আমিন সৈকতকে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/০১ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :