চলমান পরিস্থিতিতে ভারতে গেলেন জামালপুর জেলা আ. লীগের সাধারণ সম্পাদক

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ আগস্ট ২০২৪, ১৫:০৫
অ- অ+

কোটা আন্দোলন ঘিরে যখন উত্তাল সারাদেশ। বেশ বেকায়দায় আওয়ামী লীগ। ঠিক সেই সময়ে ভারতে গেছেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বিজন কুমার চন্দ।

শনিবার বিমানে তিনি দেশ ত্যাগ করেন।

দলের এই ক্রান্তিকালীন সময়ে তার এই বিদেশ যাত্রা কিছুতেই মেনে নিতে পারছে না দলের নেতাকর্মী ও আওয়ামী লীগের সমর্থকরা। হতভম্ব সকলে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন আওয়ামী লীগ নেতা বলেন, ‘এই মুমূর্ষু সময়ে যখন আমরা দলের সাধারণ সম্পাদকের নির্দেশে কাজ করবো। তার দেখানো পথে চলবো। তখন তিনি দেশের বাইরে চলে গেলেন। এই সময়ে তার চলে যাওয়া ঠিক হয়নি। দেশ স্বাভাবিক হলে তারপর তিনি যেতে পারতেন। তার এই চলে যাওয়াকে অনেকে অন্যভাবে নিবে।’

জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ মোবাইল ফোনে বলেন, ‘বাবু বিজন কুমার চন্দ চিকিৎসার প্রয়োজনে ভারত গিয়েছেন। আমার জানা মতে তিনি চার দিন পর দেশে আসতে পারেন। এই বিষয়টি ভিন্নভাবে নেওয়ার কিছু নেই।’

(ঢাকা টাইমস/০৪আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আহমেদাবাদ বিমান দুর্ঘটনার আরও যেসব কারণ সামনে আসছে
আহমেদাবাদ বিমান দুর্ঘটনা: নিহত বেড়ে ২৯১
মুরাদনগরে ট্রাফিক লাইনম্যানকে পিটিয়ে যখম করল এনসিপি নেতারা
নিষেধাজ্ঞার পর জেলের জালে ধরা পড়লো ৪৩ মণ ইলিশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা