মঙ্গলবার বিএনপির একগুচ্ছ কর্মসূচি, থাকবেন কেন্দ্রীয় নেতারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১২ আগস্ট ২০২৪, ২২:০৪

বিএনপি চেয়ারপারসনের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর জন্মদিন ও চলমান পরিস্থিতি ঘিরে মঙ্গলবার একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

কর্মসূচির মধ্যে রয়েছে মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় ‘ঐক্য ও সম্প্রতি সমাবেশ’। ঠাকুরগাঁও গড়েয়া কলেজ মাঠের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও

প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে বাদ আসর রাজধানীর নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় অফিসের নিচতলায় অনুষ্ঠিত হবে দোয়া মাহফিল। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্হায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস। এছাড়াও এদিন আরও নানান কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

সোমবার গণমাধ্যমে বিএনপির কেন্দ্রীয় মিডিয়া সেল থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।

এসব কর্মসূচির মধ্যে বেলা ১১টায় বিএনপির স্হায়ী কমিটি সদস্য ডক্টর আব্দুল মঈন খানের আন্দোলন সংগ্রামে আহত ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন নেতৃবৃন্দকে দেখতে যাওয়ার কথা রয়েছে।

এছাড়া দুপুর ১টায় ঢাকাস্থ জাতিসংঘ আবাসিক অফিসে যাবেন বিএনপির স্হায়ী কমিটি ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপি সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক কমিটি সদস্য শামা ওবায়েদ।

অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আতংকিত নাগরিকদের স্বস্তি ফিরিয়ে আনতে গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে বিকাল ৪ টা সবূজবাগ বাসাবো বৌদ্ধমন্দির পরিদর্শনে যাবেন ঢাকা দক্ষিন সিটি করপোরেশনে বিএনপি মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও জাতীয়তাবাদী যূবদলের সভাপতি আবদূল মোনায়েম মুন্না।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিন যাবেন বায়তুল মোকাররম মার্কেট ঢাকা স্টেডিয়াম, মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম এলাকায়। বেলা ১১টা ক্রীড়া পরিষদ সামনে থেকে শুরু তারা গণসংযোগ শুরু করবেন।

এছাড়াও হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে ‘ঐক্য ও সম্প্রতি সমাবেশ’ হবে বেলা ৩টায় শাহবাগ জাতীয় জাদুঘর সামনে।

(ঢাকাটাইমস/১২আগস্ট/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

স্বেচ্ছাসেবক দলের নেতাকে খুন ও হামলা দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ: মির্জা ফখরুল

গোপালগঞ্জে আ.লীগের হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত, সাংবাদিকসহ আহত ৫০

শেখ পরিবারের বিরুদ্ধে যে বলতে গেছে তাকে নিরুদ্দেশ করে দিয়েছে: রিজভী

গণঅভ্যুত্থানে নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটেছে: রব

অসীম আত্মত্যাগে অর্জিত স্বাধীনতা ব্যর্থ হতে পারে না: আমিনুল হক

ধর্ম-বর্ণ নির্বিশেষে জনকল্যাণে কাজ করতে হবে: জামায়াত সেক্রেটারি

ভারতের নীলনকশায় দেশের পোশাকশিল্পে অস্থিরতা: রাশেদ প্রধান

যারা দেশকে পুনরায় ফ্যাসিস্ট কাঠামোয় নিতে চায় তাদের বিষদাঁত ভেঙে দিতে হবে: সাকি

প্রতিনিধি সম্মেলনে দল গোছানোর তাগিদ এবি পার্টি নেতাদের

যুবদলের তিন নেতা বহিষ্কার

এই বিভাগের সব খবর

শিরোনাম :