ক্যান্টিনের যাচ্ছেতাই খাবারে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে, সুনজর নেই ঢাবি প্রশাসনের: সাদিক কায়েম

ঢাবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ নভেম্বর ২০২৪, ২৩:৫২
অ- অ+

ক্যাম্পাসের আবাসিক হলের ক্যান্টিনসহ বিভিন্ন ক্যাফেটেরিয়ায় যাচ্ছেতাই খাবার পরিবেশন করা হয় বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মো. আবু সাদিক কায়েম। তিনি বলেন, দিনকে দিন শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি বাড়লেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এই দিকে কোনো সুনজরই দিচ্ছে না।

রবিবার রাতে সংবাদকর্মীদের কাছে পাঠানো বার্তায় তিনি এসব কথা বলেন।

কায়েম বলেন, ‘বছরের পর বছর চলতে থাকা এই সমস্যার স্থায়ী সমাধান চাই। সবকিছুর জন্য আন্দোলন করতে হবে কেন? প্রশাসন কেন সুনজর দিচ্ছে না? ঢাবি প্রশাসনের অতীব গুরুত্বসহকারে তড়িৎ পদক্ষেপ নিতে আহ্বান করছি।’

এর আগে, ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে একটি সংগঠনের নবীনবরণ অনুষ্ঠানে দেওয়া খাবার খেয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ ওঠে। অসুস্থ শিক্ষার্থীদের খোঁজ নিতে যান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের নেতারা।

(ঢাকাটাইমস/০৩নভেম্বর/এসকে/এমআর)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পোষ্য কুকুরের জন্য বিয়েই ভেঙে দিলেন ভারতীয় তরুণী!
আওয়ামী লীগের দেড় যুগে সরকারি ব্যয়ের ৪০ শতাংশ লুটপাট: শ্বেতপত্র প্রকাশ
টানা চার হারে কোণঠাসা ম্যানসিটি, উড়ছে লিভারপুল
ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখানো হলো র‌্যাবের দুই সাবেক কর্মকর্তাকে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা