বিমানের ফ্লাইটে বোমা হুমকি আসে হোয়াটসঅ্যাপে, পাকিস্তানি নাম্বার: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২৫, ১৮:৫০| আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ১৯:৩৭
অ- অ+

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএনের ডিউটি অফিসারের হোয়াটসঅ্যাপ নম্বরে পাকিস্তানি একটি নম্বর থেকে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল।

বুধবার ডিএমপি তাদের অফিশিয়াল ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দিয়ে এ তথ্য জানিয়েছে। রোম থেকে ২৫০ যাত্রী ও ১৩ জন ক্রু নিয়ে বুধবার সকাল ৯টা ২০মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে বিমান বাংলাদেশের একটি উড়োজাহাজ (বিজি-৩৫৬ নম্বর ফ্লাইট)। ঢাকায় আসার আগেই উড়োজাহাজটিতে বিস্ফোরক থাকার খবর ছড়ায়।

ডিএমপি তাদের বার্তায় জানিয়েছে, ‘আজ (২২ জানুয়ারি) ভোর চারটা ৩৭মিনিটে এয়ারপোর্ট এপিবিএনের ডিউটি অফিসারের নম্বরে হোয়াটসঅ্যাপে একটি পাকিস্তানি নম্বর থেকে বোম্ব থ্রেট এর মেসেজ আসে। উক্ত মেসেজে দাবি করা হয় রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৫৩৬ বিমানে ৩৪ কেজি উচ্চমাত্রার বিস্ফোরক রয়েছে। সংবাদ পাওয়া মাত্রই সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট এবং ক্যানাইন ইউনিট যৌথ বাহিনীর সাথে অভিযানে যোগ দিয়েছে।’

এদিকে হুমকির ঘটনায় বুধবার সকালে বিমানবন্দর এলাকায় বাড়তি নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়। র‌্যাব, পুলিশের পাশাপাশি সশস্ত্র বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। সকালেই শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম সাংবাদিকদের জানান, ফ্লাইটটি অবতরণের পর সব যাত্রী এবং ক্রুকে নিরাপদে বের করা হয়েছে। যাত্রীদের টার্মিনালে পৌঁছে দেওয়া হয়েছে। এখনো বোমার উপস্থিত পাওয়া যায়নি।

পরে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এটা একটা মিথ্যা সংবাদ। কোনো কিছু তো হয়নি। মিথ্যা সংবাদের ভিত্তিতে হয়েছে; (সংবাদদাতাদের) শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। শনাক্ত করা গেলেই আইনের আওতায় আনা হবে।’

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষও বলছে, যে ফ্লাইট নিয়ে নিরাপত্তা হুমকি দেখা দিয়েছিল, সেই উড়োজাহাজ, যাত্রী ও লাগেজ তল্লাশি করে ঝুঁকিপূর্ণ কোনো বস্তু মেলেনি। দীর্ঘ ৩ ঘণ্টার তল্লাশি শেষে দুপুরে যাত্রীরা ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে নিজেদের গন্তব্যে চলে যান।

(ঢাকাটাইমস/২২জানুয়ারি/এসএস/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক এমপি শেখ হেলালের ব্যক্তিগত সহকারী মুরাদ বিমানবন্দরে গ্রেপ্তার
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৫তম জাতীয় সমাবেশ আজ
লাইটার জাহাজ সংকট কাটাতে মোবাইল কোর্ট পরিচালনার উদ্যোগ 
বিমানবন্দরে প্রবাসীর অর্থ লোপাট, আটক ২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা