মাদারীপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত‌্যু

মাদারীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ নভেম্বর ২০২৪, ১৫:৪০| আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ১৬:১৬
অ- অ+

মাদারীপুরের শিবচর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত‌্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চরবাচামারাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো আব্দুর রহিম (৩) ও সাফানা আক্তার (৪)। তারা উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চরবাচামারাকান্দি গ্রামের সারোয়ার হোসেনের ছেলে-মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে শিশু দুটি বাড়ির পাশে খেলছিল। খেলতে খেলতে পরিবারের সদস্যদের অগোচরে তারা অসাবধানতাবশত পুকুরের পানিতে তলিয়ে যায়। কিছু সময় পর পরিবারের লোকজন শিশুদের না পেয়ে খুঁজতে থাকে। পরে পুকুরের পানিতে শিশু দুটিকে ভাসতে দেখে এলাকাবাসী। পরে তাদেরকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আশিকুল ইসলাম দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন ঘটনার সত‌্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

(ঢাকা টাইমস/২৮নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি-সম্পাদক সুজন-অয়ন গ্রেপ্তার 
জনগণের ঐক্যই নতুন একটি গণতান্ত্রিক পথে নিয়ে যাবে: জোনায়েদ সাকি 
খুলনায় তালিকাভুক্ত সন্ত্রাসী হোয়াইট গ্রেপ্তার 
ব্যক্তিগত সফরে কক্সবাজারে মির্জা ফখরুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা