বিপিজেএ ও ওয়ালটন ক্রীড়া উৎসবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
বিপিজেএ ও ওয়ালটনের যৌথ আয়োজনে ক্রীড়া অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বিপিজেএ-ওয়ালটন গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসব-২০২৪’ এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের মিলনায়তনে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি'র সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন)।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন।
বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ইন্দ্রজিৎ কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক কাজী বোরহান উদ্দিন।
ক্রীড়া সম্পাদক এম খোকন সিকদার সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপিজেএ এর অর্থ-সম্পাদক আব্দুল আজিজ ফারুকী।
এবারের গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসবে ৬ টি ইভেন্টে ১৫১ জন ফটো সাংবাদিক প্রতিযোগিতায় অংশ নেয়। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
(ঢাকা টাইমস/২৬নভেম্বর/এসএ)মন্তব্য করুন