বিএনপির সংবাদ সম্মেলন স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ অক্টোবর ২০১৭, ১০:৫৫

দীর্ঘদিন পর অনুষ্ঠিত হওয়া বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের আলোচনার বিষয়ে জানতে ডাকা সংবাদ সম্মেলন স্থগিত করেছে দলটি। মঙ্গলবার বেলা ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল।

দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের মৃত্যুর কারণে সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে বলে দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদেবার্তায় জানানো হয়েছে।

সোমবার রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়। বৈঠক শুরুর পরই উপস্থিত সাংবাদিকদের জানানো হয়, বৈঠকে কী বিষয়ে আলোচনা হবে মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তা জানাবেন।

কিন্তু সোমবার রাত সোয়া একটার দিকে দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার মারা যাওয়ায় সংবাদ সম্মেলন স্থগিত করা হয়। পরবর্তীতে সংবাদ সম্মেলনের সময় জানিয়ে দেয়া হবে বলে দলটির পক্ষ থেকে বলা হয়েছে।

ঢাকাটাইমস/২৪অক্টোবর/বিইউ/এমআর

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :