বগুড়ায় অসুস্থ কয়েদির মৃত্যু

বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় ইউনুছ ব্যাপারি নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।
বুধবার ভোরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তিনি মারা যান।
নিহত ইউনুছ ব্যাপারি ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য মামলায় এক মাসের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। এর আগে ১৭ ডিসেম্বর সিরাজগঞ্জ থেকে তাকে অসুস্থ অবস্থায় বগুড়ায় নিয়ে আসা হয়।
বিষয়টি নিশ্চিত করে বগুড়া জেলা কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন বলেন, ইউনুছ ব্যাপারিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় এক মাসের সাজা দেন সিরাজগঞ্জের ভ্রাম্যমাণ আদালত। গত ১৪ ডিসেম্বর তাকে কারাগারে নেয়া হয়। পরে অসুস্থজনিত কারণে ১৭ ডিসেম্বরে তাকে বগুড়া কারাগারের মাধ্যমে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে আজ ভোরে তিনি মারা যান।
তিনি আরও বলেন, লাশ শজিমেক হাসপাতালের মর্গে আছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
(ঢাকা টাইমস/২০ডিসেম্বর/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন