কুমিল্লার তিন উপজেলায় দুই নতুন মুখ, লাকসামে ইউনুসের হ্যাট্রিক

কুমিল্লা প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৮ মে ২০২৪, ২৩:৩৫

ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনে কুমিল্লার তিন উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নেতাকর্মীদের সমর্থিতরা নির্বাচিত হয়েছেন। শুধু মেঘনা উপজেলায় বিএনপি থেকে বহিষ্কৃত নেত্রী দিলারা শিরিন মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছেন।

মনোহরগঞ্জ ও মেঘনায় চেয়ারম্যান পদে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন দুই নতুন মুখ আবদুল মান্নান ও তাজুল ইসলাম তাজ। অন্যদিকে লাকসামে সাবেক দুইবারের চেয়ারম্যান ইউনূস ভুঁইয়া পুনরায় নির্বাচিত হয়েছেন।

বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সারাদেশের মতো কুমিল্লার লাকসাম, মনোহরগঞ্জ ও মেঘনা উপজেলা পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ করা হয়। বৃষ্টি থাকায় সকালে ভোটার উপস্থিত কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা উপস্থিত বাড়তে থাকে।

রাত ৯টার দিকে তিন উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মুনীর হোসাইন।

মেঘনা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আনারস প্রতীকের প্রার্থী তাজুল ইসলাম তাজ। তিনি পেয়েছেন ১৮ হাজার ৬০০ ভোট। ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকের প্রার্থী আবুল কালাম ১৮ হাজার ৩০৯ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীকের প্রার্থী দিলারা শিরিন ২০ হাজার ৩৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। দিলারা শিরিন দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচন করায় তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।

লাকসাম উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে আনারস প্রতীকের প্রার্থী ইউনুস ভূঁইয়া নির্বাচিত হয়েছে। তিনি পেয়েছেন ৮১ হাজার ৩৯৫ ভোট। ভাইস চেয়ারম্যান পদে মহব্বত আলী তালা প্রতীকে ৮৯ হাজার ৬৫১ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে পদ্মফুল প্রতীকে পড়শী সাহা ৮৪ হাজার ৩৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

মনোহরগঞ্জ উপজেলা পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আব্দুল মান্নান। তিনি ঘোড়া প্রতীকে ৭০ হাজার ৩৪৮ পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকে আমিরুল ইসলাম ৭৯ হাজার ৬৮৭ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রজাপতি প্রতীকের প্রার্থী শিরিনা আক্তার ৭৫ হাজার ৪৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

(ঢাকাটাইমস/০৮মে/প্রতিনিধি/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

কেরানীগঞ্জের শীর্ষ সন্ত্রাসী কালা জরিপ গ্রেপ্তার, যেভাবে তার উত্থান

চিকিৎসার জন্য ভারতে গিয়ে এমপি আনোয়ারুল আজিম নিখোঁজ!

সাগরে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা, দুর্দিন দেখছেন পটুয়াখালীর জেলেরা

রাণীনগরে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কারিগরি শিক্ষার বিকল্প নেই: সিমিন হোসেন

বিচারের আগে আটক ব্যক্তির ‘মিডিয়া ট্রায়াল’ বন্ধ করা হবে: আইজিপি

স্বাচিপ রাজশাহী জেলা শাখার সভাপতি ডা. জাহিদ, সম্পাদক ডা. আনিকা

বান্দরবানে যৌথবাহিনীর অভিযান, কেএনএফ সদস্যদের হতাহতের খবর

পাহাড়ে আমের বাম্পার ফলন, চাষির মুখে হাসি

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষকসহ নিহত ৪

এই বিভাগের সব খবর

শিরোনাম :