জলবায়ু পরিবর্তন মোকাবিলায় চরাঞ্চলে ফ্রেন্ডশিপ শিক্ষা কর্মসূচীর ভূমিকা উল্লেখযোগ্য

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৭ মে ২০২৪, ২২:২৬

মালালা ফান্ডের সহযোগিতায় ফ্রেন্ডশিপ শিক্ষা কর্মসূচী চরাঞ্চলের ছাত্র-ছাত্রীদের জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাজধানীতে এক আলোচনা সভায় বক্তারা বলেন, বিদ্যালয় থেকে জলবায়ু পরিবর্তন এবং এর কারণে সৃষ্ট দুর্যোগ মোকাবিলার কৌশল শিখছে শিক্ষার্থীরা। পরবর্তীতে এই জ্ঞান পরিবার সমাজে ছড়িয়ে দিচ্ছে। এভাবে মালালা ফান্ডের সহযোগিতায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়-ক্ষতির মাত্রা অনেকটাই কমানো সম্ভব হয়েছে যমুনা-ব্রহ্মপুত্রের চরাঞ্চলে।

রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিতচরাঞ্চলে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিগত শিক্ষা সামাজিক সচেতনতা: প্রেক্ষিত ফ্রেন্ডশিপ শিক্ষা কর্মসূচীশীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন বক্তারা।

ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক রুনা খান জানান, দেশের গণ্ডি পেরিয়ে উন্নত বিশ্বের বিভিন্ন দেশে সভা, সেমিনার, কর্মসূচীতে অংশ নিচ্ছে ফ্রেন্ডশিপ বিদ্যালয়ে শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে ২০২৩ সালের জুনে, ফ্রান্সে অনুষ্ঠিত ইউরোপিয়ান ইয়ুথ ইভেন্ট এবং একই সালের ডিসেম্বর দুবাইতে অনুষ্ঠিত COP-28 - অংশ নিয়েছে ফ্রেন্ডশিপ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ফ্রেন্ডশিপ শিক্ষা কর্মসূচীর সফলতা তুলে ধরেন সংশ্লিষ্ট বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ইলিয়াস ইফতেখার রসূল।

তিনি জানান, প্রায় দুই দশকের বেশি সময় ধরে বাংলাদেশের উত্তরে যমুনা-ব্রহ্মপুত্রে চরাঞ্চলে প্রাথমিক, মাধ্যমিক এবং বয়স্ক শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছে ফ্রেন্ডশিপ। ফ্রেন্ডশিপ পরিচালিত ৪৪টি প্রাথমিক, ১৬টি মাধ্যমিক এবং ৪৯টি বয়স্ক শিক্ষা কেন্দ্রে লেখাপড়া করছে হাজারের বেশি শিক্ষার্থী। এসব বিদ্যালয়ে লেখাপড়ার পাশপাশি মালালা ফান্ডের সহযোগিতায় জলবায়ু পরিবর্তন মোকাবিলা, সচেতনতা বৃদ্ধি, প্রতিকূলতার সাথে খাপ খাইয়ে নেওয়ার কৌশল শেখানো হয়।

এজন্য ২০২২ সালে মালালা ফান্ডের আর্থিক সহায়তায় শুরু হয়ডিজিটাল লিটারেসি কানেক্টিভিটি এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স প্রজেক্ট DCCP’

সেমিনারে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, বিশেষ অতিথি ছিলেন ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক রুনা খান, মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা উন্নয়ন উইং এর পরিচালক . একিউএম শফিউল আজম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইন্সটিটিউটের অধ্যাপক . এস এম হাফিজুর রহমান।

সেমিনারে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ফ্রেন্ডশিপ শিক্ষা প্রোগ্রামের সহকারী পরিচালক রেজা আহমেদ, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার নেয়ামত উল্লাহ, প্রোগ্রাম স্পেশালিস্ট সাখাওয়াত ফেরদৌস, সংশ্লিষ্ট কর্মকর্তা বিশেষজ্ঞরা।

(ঢাকাটাইমস/২৭মে/এমআই/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

পূজামণ্ডপে ব্যাগ-পোটলা নিষিদ্ধসহ একগুচ্ছ পরামর্শ পুলিশ সদর দপ্তরের

পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতি ১৪ হাজার ৪২১ কোটি টাকা, ত্রাণ বিতরণে সমন্বয়হীনতা: সিপিডি

ঢাকায় এসে ছিনতাইকারীর হাতে খুন হলেন পাবনার যুবক

রাজধানীতে ২৫৭ মণ্ডপে হবে দুর্গাপূজা, চলছে জোর প্রস্তুতি

ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা

এবার রাজধানীতে ২৫৭ মণ্ডপে হবে দুর্গাপূজা

সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেপ্তার

বিমানবন্দরে মধ্যপ্রাচ্যগামীদের জন্য হচ্ছে ‘স্পেশাল লাউঞ্জ’: আসিফ নজরুল

নির্ভয়ে পূজামণ্ডপে যাওয়ার আহ্বান সেনাপ্রধানের

মামলা নয়, তদন্তে দোষী সাব্যস্ত হলেই ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এই বিভাগের সব খবর

শিরোনাম :